ইতিহাসের সাক্ষী হতে ভোর থেকেই লাইন! যাত্রী নিয়ে ছুটল দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো

বাংলাহান্ট ডেস্ক : আজকের দিনটা কলকাতার পরিবহণ মানচিত্রে এক ঐতিহাসিক দিন। দীর্ঘ অপেক্ষার পর বাণিজ্যিকভাবে পথ চলা শুরু করল দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো। জনসাধারণের জন্য আজ থেকে খুলে দেওয়া হয় হাওড়া ময়দান মেট্রোর দরজা। গঙ্গার নিচ দিয়ে প্রথমবারের মতো মেট্রো যাত্রার সাক্ষী থাকতে ভোর থেকেই ভিড় জমিয়েছিলেন বহু মানুষ।

অবশেষে আজ সকাল সাতটায় দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রোর চাকা গড়াল। তৈরি হল নতুন ইতিহাস।আজ ভোররাত থেকেই হাওড়া ময়দান মেট্রো স্টেশনের বাইরে ভিড় জমাতে থাকেন বহু সাধারণ মানুষ। গেট খোলার অপেক্ষায় প্রহর গুনতে থাকেন তাঁরা। তারপর গেট খুললে যাত্রীরা প্রবেশ করেন স্টেশনের ভিতর এবং টিকিট কাটার জন্য লাইন দেন।

আরোও পড়ুন : IIT, IIM ছেড়ে এবার TATA’র নজরে বাংলার ডিগ্রী কলেজ! ৩২ জন পড়ুয়া পেলেন প্রচুর মাইনের চাকরি

বহু শহরবাসী প্রথমবারের জন্য আন্ডার ওয়াটার মেট্রোয় সফর করার জন্য মুখিয়ে ছিলেন। এক স্কুল পড়ুয়া জানাচ্ছেন, অপেক্ষা করছিলাম রাত জেগে। টিকিট কেটে যাতে প্রথম মেট্রোয় চড়তে পারি সেই লক্ষ্য ছিল। গঙ্গার নিচের মেট্রোর প্রথম দিনের যাত্রী হতে পেরে খুবই ভালো লাগছে। এসপ্ল্যানেড এবং হাওড়া ময়দান দু’দিক থেকেই আজ ঠিক সকাল সাতটায় প্রথম মেট্রো ছাড়ে।

Metro

দুদিক থেকেই চালু করা হয়েছে মেট্রো পরিষেবা। সকাল ৭ টার মেট্রোটি ছিল আন্ডার ওয়াটার মেট্রোর প্রথম ট্রেন। জানা যাচ্ছে এই লাইনে সোমবার থেকে শনিবার পর্যন্ত ১২ থেকে ১৫ মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাওয়া যাবে। দু দিক থেকেই শেষ মেট্রো ছাড়বে রাত ৯.৪৫ মিনিট নাগাদ৷ এই রুটে পরিষেবা দেওয়া হবে না রবিবার।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর