টলছে পা, খুলে যাচ্ছে প্যান্ট! মদের নেশায় চুর স্কুলের স্যার, রঘুনাথপুরে হুলস্থূল কাণ্ড

বাংলাহান্ট ডেস্ক : দাঁড়াতে পারছেন না ঠিকঠাক। কোমরের বেল্ট ঠিক করতে লেগে গেলেও বেশ খানিকটা সময়। আর তারপর তো কথা বলতে গিয়ে ধপাস করে পড়ে গেলেন কাদার মধ্যে। তিনি আর কেউ নন, দাসপুর এক নম্বর ব্লকের রঘুনাথপুর সরোজ মোহন  স্মৃতি বিদ্যালয়ের (School) ক্লার্ক শঙ্খ ঘোষ।

স্কুলে তিনি আবার ‘শঙ্খ স্যার’ নামে পরিচিত। তাকে নিয়ে বেজায় বিপদে পড়েছেন স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে পড়ুয়ারাও। কিন্তু এখন প্রশ্ন হল, শঙ্খ স্যারের অমন অদ্ভুত আচরণের কারণটা কি? নেপথ্যের ঘটনা পর্যবেক্ষণ করে জানা গেল, সুরার নেশায় একেবারে বেহুঁশ হয়ে পড়েছেন এই শঙ্খ স্যার।নিত্যদিন মদ্যপান করে স্কুলে ঢোকেন তিনি।

আরোও পড়ুন : গুরুতর অভিযোগ! গ্রেফতার জনপ্রিয় ইউটিউবার তথা ‘বিগ বস OTT 2’ বিজয়ী এলভিশ যাদব

এলাকার গ্রাম পঞ্চায়েত প্রধান লালটু চক্রবর্তী বলেন, “দুয়ারে সরকার চলাকালীন উনি মদ্যপ অবস্থায় এসেছিনে। হেড মাস্টারকে আমরা বলেছিলাম। উনি বলেছিলেন আমরা স্টেপ নেব। তারপরও একই ঘটনা ঘটেছে। কিন্তু, কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ওনার বিরুদ্ধে। হেড স্যার আসলে কিছুই করছেন না। উনি ডিআই, এসআই কোনও অফিসেই জানাননি।”

আরোও পড়ুন : স্বাস্থ্য পরীক্ষা হবে হাওড়া ব্রিজের! দায়িত্ব দেওয়া হল বেসরকারি সংস্থা রাইটসকে

এক পড়ুয়া বলছে, “রোজই তো চৌমাথায় পড়ে থাকে। আমরা স্কুলে আসার সময় তুলে আনি। আজকেও স্কুলে আসার সময় দেখি স্যার রাস্তায় পড়েছিল। তারপর আমরাই স্যারকে তুলে আনি।” তবে এই মদ্যপ শঙ্খ স্যার অবশ্য অন্য যুক্তি দেখাচ্ছেন। তার কথায়, পায়ের সমস্যা থাকার কারণে তিনি নাকি ঠিকমতো হাঁটতে পারছেন না।

drunken school clerk large image

স্কুলের প্রধান শিক্ষক কিঙ্কর চন্দ্র পাত্র যদিও বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলছেন, “খুবই দুঃখজনক ঘটনা। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এভাবে স্কুলে আসা উচিত নয়। আমরা জানি বিষয়টি। ম্যানেজিং কমিটিতে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। ওনাকে সতর্ক করা হয়েছিল।” কিন্তু তাতেও কাজের কাজ কিছুই হয়নি।এখন ম্যানেজিং কমিটি কি ব্যবস্থা নাই সেটা দেখার বিষয়।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর