‘বড় পুরস্কার আছে’, ভোট পেতে ‘টোপ’ পার্থর! পাল্টা এল নির্বাচন কমিশনের কাছে অভিযোগের হুঁশিয়ারি

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) প্রাক্কালে সরগরম ব্যারাকপুর কেন্দ্র! এই আসনে টিকিট না পেয়ে তৃণমূল ছেড়েছেন অর্জুন সিং (Arjun Singh)। সদ্য ‘ঘর ওয়াপসি’ হয়েছে তাঁর। গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পর থেকেই লাগাতার আক্রমণ করছেন প্রাক্তন দলকে। সম্প্রতি যেমন ফের একবার রাজ্যের সেচমন্ত্রী তথা ব্যারাকপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিককে (Partha Bhowmick) নিশানা করেন তিনি।

এখনও অবধি ব্যারাকপুর আসনে প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি। তবে দলে যোগ দেওয়ার পর ওই কেন্দ্রের নানান এলাকায় ঘুরে প্রচার শুরু করে দিয়েছেন অর্জুন। এদিন দু’জনেই আমডাঙা গিয়েছিলেন। তবে আলাদা সময়ে। আমডাঙার তৃণমূল বিধায়ক রফিকুরের সঙ্গে একটি কর্মীসভা যোগ দিয়েছিলেন পার্থ। সেখানেই ‘পুরস্কার’ (Gift) দেওয়ার ‘আশ্বাস’ দেন তিনি। যদিও ‘পুরস্কারে’র প্রসঙ্গ প্রথম তুলেছিলেন রফিকুর।

স্থানীয় বিধায়ক বলেন, ১৫ হাজারের মতো লিড হলে পার্থকে বলে একটা পুরস্কার দেব। সেই পুরস্কারের কথা তৃণমূল প্রার্থীই ঘোষণা করবেন বলে জানান তিনি। এরপর পার্থ বলেন, ‘রফিকুরদার কথায় কথা মিলিয়ে আমি বলছি যে অঞ্চল সবথেকে বেশি লিড দেবে বড় পুরস্কার রয়েছে’।

আরও পড়ুনঃ অনেক কারখানা হয়েছে! ‘চারিদিকে ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট’, রাজ্যে শিল্প নিয়ে দাবি রচনার

এদিকে জোড়াফুল প্রার্থীর ‘পুরস্কার’ দেওয়ার মন্তব্য শুনেই ‘হর্স ট্রেডিং’য়ের অভিযোগ আনেন অর্জুন। ব্যারাকপুরের সাংসদ তথা বিজেপি নেতা বলেন, ‘নির্বাচন কমিশনের কাছে আমি অভিযোগ করে বলব যে এখানে হর্স ট্রেডিং হচ্ছে। ভোটারদের কেনার চেষ্টা করা হচ্ছে’। যদিও পরে পার্থ একটি নামী সংবাদমাধ্যমের কাছে বলেন, তিনি ব্যক্তিগত স্তরে পুরস্কার দেওয়ার কথা বলেছেন।

পার্থর কথায়, ‘আমি বললাম যে অঞ্চল সবচেয়ে ভালো রেজাল্ট করবে তাকে ব্যক্তিগত স্তরে আমি পুরস্কার দেব’। কী গিফট দেবেন তা এখনও ভাবেননি বলে জানান তৃণমূল প্রার্থী। তবে তাঁর এই মন্তব্যকে ‘আদর্শ নির্বাচনী আচরণ বিরুদ্ধে’ বলে তোপ দাগেন অর্জুন।

arjun singh partha bhowmick lok sabha election 2024

প্রসঙ্গত, এদিন প্রথমে পার্থ আমডাঙার আসেন। তিনি বেরনোর কয়েক ঘণ্টা পর আসেন অর্জুন সিং। দলের কর্মীদের সঙ্গে বৈঠক করার পাশাপাশি মিছিলও করেন বিজেপি নেতা। পার্থর মন্তব্যের বিষয়ে জিজ্ঞেস করা হলে ব্যারাকপুরের সাংসদ পরিষ্কার বলেন, আদর্শ নির্বাচনী আচরণবিধির বাইরে গিয়ে উনি এই মন্তব্য করেছেন। পার্থর কথা আদর্শ নির্বাচনী আচরণবিধি বিরুদ্ধ বলেও দাবি করেন বিজেপি নেতা।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর