বাংলা হান্ট ডেস্ক: নতুন বছরের শুরু থেকেই জোর অ্যাকশন। বৃহস্পতিবার সাতসকালে ফের একবার তেড়েফুঁড়ে মাঠে নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement Directorate)। সূত্রের খবর, এদিন বালিগঞ্জ (Ballygunge) সার্কুলার রোডের এক ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে ইডির একটি টিম। চলছে তল্লাশি।
আর কী জানা যাচ্ছে? সূত্রের খবর, এদিন সকাল ৬টা নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে বের হয় ইডির একটি টিম। এরপর সাড়ে ৬টা নাগাদ বালিগঞ্জ সার্কুলার রোডের ব্যবসায়ীর মহেশ কেজরিওয়ালের বাড়িতে পৌঁছে যায় গোয়েন্দাদের সেই টিম। তার পর থেকেই বাড়িতে চলছে তল্লাশি। ওই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।
আরও পড়ুন: গোটা বাংলায় নয়! কেবল এই সমস্ত জায়গা গুলোতেই দেওয়া হবে আবাসের টাকা, জানিয়ে দিলেন অভিষেক
যদিও ঠিক কী কারণে ওই ব্যবসায়ীর বাড়িতে ইডি তল্লাশি তা নিয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। ইডি তরফেও এই নিয়ে কিছু বলা হয়নি। এর আগে গত ৮ মার্চ আপার প্রাইমারিতে নিয়োগ দুর্নীতি মামলায় শহর জুড়ে চলছে ম্যারাথন তল্লাশি চালায় ইডি। সেই সময় নিউটাউনের পাথরঘাটার মাজার শরিফ মোড়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ প্রাক্তন পার্শ্বশিক্ষক আব্দুল আমিনের বাড়িতে ইডি হানা দেয়।
আরও পড়ুন: ‘১ কোটি টাকা জমা দিন, নয়তো বড় বিপদ আছে’, ভরা এজলাসে তুমুল ক্ষুব্ধ বিচারপতি সিনহা
এদিকে, গতকাল মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুরের ফ্ল্যাটেও হানা দেয় ইডি। বুধবার বেহালার পর্ণশ্রী এলাকার কয়েকটি ঠিকানাতেও তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।