বাংলাহান্ট ডেস্ক : ঘোষণা হয়ে গেছে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট। প্রচারে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দল। ভোট ময়দানে সুচাগ্র মেদিনী ছাড়তে নারাজ কোনও পক্ষই। কেন্দ্রীয় সরকার হোক বা বিভিন্ন রাজ্য সরকার, নির্বাচনের আগে প্রতিশ্রুতির বন্যা সবার মুখে। তবে এই রাজ্যের ক্ষমতায় থাকা সরকার ভোটের আগে করল বড় ঘোষণা।
লোকসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশ করা হয়েছে এই রাজনৈতিক দলের পক্ষ থেকে। সেই ইস্তেহারে দাবি করা হয়েছে লোকসভা নির্বাচনের পর পেট্রোলের দাম ৭৫ টাকা ও ডিজেলের দাম ৬৫ টাকা করা হবে।উত্তর ও পশ্চিম ভারতে বিজেপির রয়েছে শক্ত ঘাঁটি। এই আবহে গেরুয়া শিবির দক্ষিণ ভারতে নিজেদের জয়ধ্বজা ওড়াতে মরিয়া।
আরোও পড়ুন : এবার এইসব ব্যক্তিদের জন্য নেওয়া হল বড় উদ্যোগ! রেশন কার্ড নিয়ে নয়া ঘোষণা সুপ্রিম কোর্টের
নির্বাচনের আগে ঘন ঘন দক্ষিণ ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশেষ করে তামিলনাড়ুতে প্রধানমন্ত্রীর ‘পদধুলি’ একটু বেশিই পড়ছে। এই আবহে তামিলনাড়ুর শাসকদল ডিএমকে তাদের ইস্তেহারে দিল বড় চমক। ডিএমকে ইস্তেহারে দাবি করেছে, আসন্ন লোকসভা নির্বাচনে যদি ফলাফল তাদের দিকে যায় তাহলে পেট্রোলের দাম ২৫ টাকা পর্যন্ত সস্তা করা হবে।
আরোও পড়ুন : বন্ধ হবে দ্বাদশ শ্রেণীর টেস্ট পরীক্ষা, পরিবর্তে আসবে টিচিং লার্নিং! জানুন কী এই পদ্ধতি
২৭ টাকারও বেশি কমে যাবে ডিজেলের দাম। বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল এর আগে জ্বালানির দাম নিয়ে তোপ দেগেছে কেন্দ্রীয় সরকারকে। এমন অবস্থায় ইন্ডিয়া ব্লকের অন্যতম শরিক ডিএমকে-র এই প্রতিশ্রুতি অনেককেই চমকে দিয়েছে। ২০২২ সালের এপ্রিল মাসে পেট্রোল এবং ডিজেলের দাম পরিবর্তন করে জ্বালানি সংস্থাগুলি।
লোকসভা নির্বাচনের দিনক্ষণ প্রকাশের আগে লিটারে ২ টাকা সস্তা করা হয় তেল। কলকাতায় আজ এক লিটার পেট্রোলের দাম ১০৩.৯৪ টাকা ও ডিজেল প্রতি লিটার ৯০.৭৬ টাকা। পেট্রোল ১০০.৭৫ টাকা এবং ডিজেল ৯২.৩৪ টাকা প্রতি লিটারে বিক্রি হচ্ছে চেন্নাইতে। রাজধানী দিল্লিতে পেট্রোল ৯৬.৭২ টাকা ও ডিজেল ৮৯.৬২ টাকা লিটার।