বাংলা হান্ট ডেস্ক: ভারতে (India) সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন ২০১৪ সালে এনডিএ সরকার ক্ষমতায় আসার পরে উত্তরোত্তর বেড়েছে। ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানেও (Pakistan) একইসঙ্গে সংখ্যালঘু হিন্দু, খ্রিস্টান সম্প্রদায়ের ওপর অত্যাচার-নিপীড়ন বেড়েছে। গোটা পাকিস্তানজুড়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অত্যাচার বৃদ্ধি পেয়েছে। গ্লোবাল হিউম্যান রাইটস ডিফেন্স এবং ওভারসিজ পাকিস্তান খ্রিস্টান অ্যালায়েন্স নামে দু’টি সংগঠন জানিয়েছে, পাক নাগরিক খ্রিস্টান সম্প্রদায়ের ওপর লাগাতারভাবে অত্যাচার চলছে।
সম্প্রতি পাকিস্তানের নাগরিক সংখ্যালঘু হিন্দু, মুসলমান সম্প্রদায়ের মহিলাদের ওপর নির্যাতন বন্ধের দাবিতে পথে নেমে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ প্রতিবাদ করেছেন। গোটা দক্ষিণ এশিয়াজুড়ে সাম্প্রদায়িক মেরুকরণ বেড়েছে। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মতো দেশে মৌলবাদী শক্তি মাথাচাড়া দিয়েছে। এর জেরে সংশ্লিষ্ট দেশগুলিতে সংখ্যালঘু নাগরিকদের ওপর অত্যাচার বেড়ে চলেছে। বাল্টিমোর পোস্ট এক্সামিনারের খবর অনুসারে, সংখ্যালঘু সম্প্রদায়ের মহিলারা পাকিস্তানে সংখ্যাগুরু সম্প্রদায়ের নাগরিকদের একাংশের হাতে নিপীড়নের শিকার হচ্ছেন। উদ্বেগজনকভাবে ঘটে চলেছে ধর্ষণের ঘটনাও।
বাল্টিমোর পোস্ট এক্সামিনারের খবর অনুসারে, পাকিস্তানের সংখ্যাগুরু সম্প্রদায়ের দুষ্কৃতীদের হাতে ধর্মাকন্তরণ থেকে শুরু করে অপহরণ, ধর্ষণ, মারধর এবং খুন পর্যন্ত হতে হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বী মহিলাদের। তবে পাকিস্তানে শুভবুদ্ধিসম্পন্ন নাগরিক সমাজ প্রতিবাদে সামিল হয়েছেন। সূত্রের খবর, ৯৭ শতাংশ আক্রান্ত মহিলা পঞ্জাব ও সিন্ধুপ্রদেশের বাসিন্দা। এছাড়াও, পাক নাগরিক হিন্দু ও খ্রিস্টান নারী-পুরুষের ওপর লাগাতার অত্যাচার চললেও পুলিশ, বিচারবিভাগ উদাসীন বলে অভিযোগ উঠেছে। পাক সংখ্যালঘু নাগরিকদের ওপর লাগাতার হেনস্থা, অবিচার চলা সত্ত্বেও পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক দলগুলি এবং বিভিন্ন ধর্মীয় সংগঠন নীরব।
আরও পড়ুন: IPL শুরুর আগেই চমক, CSK-র অধিনায়কত্ব ছাড়লেন ধোনি! নতুন ক্যাপ্টেন রুতুরাজ
সূত্রের খবর, প্রতিমাসে অন্তত ৫৫ জন খ্রিস্টান ধর্মাবলম্বীকে জোর করে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করার অভিযোগ উঠছে। একই ঘটনা ঘটে চলেছে সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বীদের ক্ষেত্রে। এই ব্যাপারে নির্দিষ্ট পরিসংখ্যান এখনও মেলেনি। গোটা পরিস্থিতি সম্পর্কে পাক সরকার উদাসীন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের অভিযোগ। উল্টে পাক সরকার এই খবরাখবর করার দায়ে কাঠগড়ায় তুলছে সংবাদমাধ্যমকে। মানবাধিকার সংস্থাগুলির পেশ করা সর্বশেষ তথ্যানুসারে, প্রতিবছর খ্রিস্টান ও হিন্দু সম্প্রদায়ের ১,০০০ মহিলাকে ধর্মান্তরিত করা হয়েছে জোর করে। ২০২০ সালে করোনা সংক্রমণের সময়েও এই ধরণের ঘটনা ঘটে।
আরও পড়ুন: “LAC পার হলেই…”, অরুণাচল নিয়ে চিনের ঔদ্ধত্য গুঁড়িয়ে দিয়ে ভারতের সমর্থনে আমেরিকা, যা জানাল…
এদিকে এনডিএ সরকারের ২০১৪ সালে ভারতে কেন্দ্রে ক্ষমতাসীন হওয়ার পর থেকে গত ৯ বছরে ভারতে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর অত্যাচার বৃদ্ধি পেয়েছে। সূত্রের খবর, ২০১২ সাল থেকে পাকিস্তানে স্থিত হিন্দু এবং খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের ওপর অত্যাচার বেড়ে চলেছে। উল্লেখ্য যে, পৃথিবীর কোনও ধর্মই হিংসার কথা বলে না। বরং সর্বকালে সর্বধর্মের বাণী অহিংসার। যদিও, এই সত্য লাঞ্ছিত পাকিস্তান, ভারত-সহ দক্ষিণ এশিয়ার নানা দেশে। এছাড়া, এই ধরণের অত্যাচার চলছে রাষ্ট্রীয় মদতে। ধর্মের দোহাই দিয়ে মানুষের হাতে মানুষের প্রতি নিপীড়নের প্রক্রিয়া সভ্যতার সঙ্কট হিসেবে মাথাচাড়া দিয়েছে।