সাগরে সাইক্লোন! দোলের দিন ৪০ কিমি বেগে উঠবে ঝড়, কোন কোন জেলায় সতর্কতা? আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্ক: আগামীকাল দোল। রঙের উৎসবে মেতে উঠবে বাংলা। তবে এরই মাঝে ফের একবার দুর্যোগের আশঙ্কা। ফুঁসছে ঘূর্ণাবর্ত (Cyclone)। যার জেরে দোলের দিনই তোলপাড় হবে বাংলার বেশ কয়েক জেলা। ঝোড়ো হাওয়া থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা একাধিক জায়গায়। IMD পূর্বাভাসে জানিয়েছে, বর্তমানে অসম ও সংলগ্ন অঞ্চলের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর জেরেই নতুন সপ্তাহের শুরু থেকেই বাংলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।

আগামীকাল দোলের দিনেও ভিজতে পারে বাংলার বেশ কয়েকটি জেলা। আবহাওয়া দপ্তর (Weather Department) জানিয়েছে, সোমবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আগামীকাল দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই হলুদ সতর্কতা জারি রয়েছে। এদিন ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আজও রাতের দিকে ফের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।

দোলের দিন বৃষ্টি জারি থাকবে দক্ষিণবঙ্গেও। যদিও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে না। বৃষ্টির দাপটও কম থাকবে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই।

weather n

আরও পড়ুন: সাধারণ নয়, এবার অন্যরকম ভোট হবে! ঠিক কী কী করতে হবে? জানালেন শুভেন্দু

আজ রবিবার রাতের দিকে দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া। আগামীকালও সকালের দিকে কলকাতা ও সংলগ্ন এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে বেলা বাড়তেই দেখা দেবে ঝলমলে আকাশ। মঙ্গলবারের পর কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর