বাংলা হান্ট ডেস্ক : দেশ থেকে যক্ষ্মা দূরীকরণে (BCG Vaccine) জোর দিয়েছে কেন্দ্র। সেই লক্ষ্য নিয়েই প্রাপ্তবয়স্কদের ফের বিসিজি টিকা (যক্ষ্মা রোধে) দেওয়ার পরিকল্পনা করেছে স্বাস্থ্য মন্ত্রক। সেই কর্মসূচির আওতায় এবার বড়সড় সাফল্য এল চিকিৎসা খাতে। শুরু হয়ে গেল প্রাপ্তবয়স্কদের উপর যক্ষ্মা ভ্যাকসিন Mtbvac-এর ক্লিনিক্যাল ট্রায়াল। রবিবার এই নিয়ে একটি বিবৃতি জারি করেছে ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেড।
এখানে বলে রাখা ভালো, প্রাপ্তবয়স্কদের মধ্যে টিবি প্রতিরোধক MountBvac দুটি উদ্দেশ্যে তৈরি করা হচ্ছে। প্রথমত এটি নবজাতকদের জন্য বিসিজি (ব্যাসিলাস ক্যালমেট গুয়েরিন) এর চেয়ে বেশি কার্যকর এবং দীর্ঘস্থায়ীও বটে। দ্বিতীয়ত, এটি প্রাপ্তবয়স্ক এবং কিশোর-কিশোরীদের যক্ষ্মা প্রতিরোধের জন্য। কারণ বর্তমানে প্রাপ্তবয়স্কদের জন্য কোনও কার্যকর ভ্যাকসিন তৈরি হয়নি।
এই ট্রায়ালটি পরিচালনা করছে ভারত বায়োটেক, এবং সহযোগীতা করছে Biofabri। খুব সম্ভবত আগামী ২০২৫ সালের মধ্যেই বাজারে চলে আসবে এই ভ্যাকসিন। এইদিন ট্রায়াল প্রসঙ্গে ভারত বায়োটেকের নির্বাহী চেয়ারম্যান কৃষ্ণা এলা বলেন, ‘যক্ষ্মা রোগের বিরুদ্ধে আরও কার্যকর ভ্যাকসিনের জন্য আমাদের অনুসন্ধান। আজ ভারতে ক্লিনিকাল ট্রায়াল সমাপ্ত হওয়ার পর উৎসাহ বেড়েছে।’
আরও পড়ুন : বাম ঘাঁটিতে গেরুয়া ঝড়! JNU ছাত্র সংসদ নির্বাচনে ৪টি আসনেই এগিয়ে ABVP
এখানে জানিয়ে রাখি, কেন্দ্রের দেওয়া নথি অনুযায়ী, প্রতি বছর দেশে প্রায় ২৮ লক্ষ মানুষ যক্ষ্মায় আক্রান্ত হন। তবে নথিভুক্ত হননা এমন সংখ্যাও ২-৩ লক্ষের কম হবেননা। আর তাই এবার যক্ষ্মা দূরীকরণের লক্ষ্যে দৃঢ়প্রতিজ্ঞ হয়েছে ভারত সরকার। সূত্রের খবর, যক্ষ্মা নিরাময়ের জন্য এক বিশেষ অ্যাপ লঞ্চ করার পরিকল্পনাও করছে সরকার। এই অ্যাপ আপনাকে বলে দেবে যক্ষ্মা রোগী কী কী ভাবে নিজের যত্ন নিতে পারবেন।