বাংলা হান্ট ডেস্কঃ অভিনেতা থেকে নেতা, দুই ভূমিকাতেই ব্যাপক সাফল্য পেয়েছেন দীপক অধিকারী ওরফে দেব (TMC Candidate Dev)। দু’বার ঘাটাল কেন্দ্র থেকে জিতে সংসদে গিয়েছেন। চব্বিশের লোকসভা ভোটেও তাঁকেই টিকিট দিয়েছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই নির্বাচনী প্রচারও শুরু করে দিয়েছেন এই অভিনেতা-সাংসদ। তবে এবার তাঁর বিরুদ্ধেই গুরুতর অভিযোগ! ৫০ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা এখনও দেননি দেব, দাবি বিজেপির (BJP)।
পশ্চিম মেদিনীপুরের ঘাটালের (Ghatal) খড়ার সূর্যকুমার হেমাঙ্গিনী হাইত বালিকা বিদ্যালয়ের বিল্ডিংয়ের অবস্থা বেশ শোচনীয়। বিদ্যালয়ের বিল্ডিংয়ের এই অবস্থা দেখে পড়ুয়া এবং তাঁদের অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়ায়। একথা কানে আসে সাংসদ দেবের (Dev)। গত ৮ অক্টোবর বিদ্যালয় পরিদর্শনে গিয়ে ৫০ লাখ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন তিনি।
এরপর কেটে গিয়েছে প্রায় ৫ মাস। তবে অভিযোগ, এখনও সেই ৫০ লাখ টাকা পায়নি বিদ্যালয় কর্তৃপক্ষ। নির্বাচনের প্রাক্কালে তা নিয়ে সুর চড়িয়েছে বিজেপি শিবির। ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট কর্মীদের নিয়ে এলাকায় পোস্টার দিয়েছেন। সেই পোস্টারে লেখা, ‘আর প্রতিশ্রুতি নয়, হিরণদা জেতার ৩ মাসের মধ্যেই স্কুল বিল্ডিং তৈরির সম্পূর্ণ দায়িত্ব তিনি নেবেন’।
আরও পড়ুনঃ সোশ্যাল মিডিয়ায় এত গালি খান, কেমন লাগে? এবার মুখ খুললেন কুণাল ঘোষ, বললেন…
এদিকে টাকা না পাওয়ার বিষয়টি স্বীকার করে নিয়েছেন খড়ার সূর্যকুমার হেমাঙ্গিনী হাইত বালিকা বিদ্যালয় পরিচালন কমিটি এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। তবে প্রধান শিক্ষিকা এও বলেছেন, তাঁরা রাজনীতি বোঝেন না, তাঁরা একটাই চাওয়া, বিদ্যালয়ের দ্রুত উন্নয়ন।
দিন কয়েক আগে ভোট প্রচারে বেরিয়ে টাকা দেওয়ার প্রসঙ্গে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল দেবকেও। তৃণমূল নেতা বলেছিলেন, বিষয়টি ভুলে যাননি, তাঁর মাথায় আছে। সেই সঙ্গেই ফের একবার টাকা দেওয়ার আশ্বাসও দিয়েছিলেন তিনি। এসবের মাঝেই এলাকায় এই নিয়ে পোস্টার দিল বিজেপি।
স্থানীয় বিধায়কের দাবি, বিদ্যালয়ের উন্নয়নের জন্য তিনি নিজেও টাকা জোগাড় করেছিলেন। তবে স্কুল কর্তৃপক্ষকে সেই টাকা দিতে পারেননি। অভিযোগ, তৃণমূল শিবিরের ‘ধমক চমকে’র কারণেই এমনটা হয়েছে। যার প্রতিশ্রুতি ঘিরে এত চর্চা, সেই দেবের তরফ থেকে এখনও পোস্টার পড়ার বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।