বাংলা হান্ট ডেস্ক: লোকসভা নির্বাচনের আগে BJP (Bharatiya Janata Party) যা কিছু দাবি করছে তার একাংশ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। দেশের উত্তর-পূর্বের ৮ টি রাজ্যে মোদী জমানার আগে BJP তেমন শক্তিশালী ছিল না। এদিকে, দেশের (India) উত্তর-পূর্বের একাধিক রাজ্যে BJP শাসিত সরকার চলছে ২০১৪ সালে এনডিএ জেতার পরে। গত কয়েক দশকে বিভিন্ন গবেষণায় BJP শাসিত উত্তর-পূর্বের উন্নয়ন নিয়ে পরস্পর বিরোধী তথ্য মিলেছে।
তবে কেন্দ্রীয় সরকার তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছেন, উত্তর-পূর্বে এনডিএ জমানায় ব্যাপক উন্নতি হয়েছে। পাশাপাশি হয়েছে শিল্পও। কেন্দ্রের BJP শাসিত সরকার অসম, ত্রিপুরা-সহ একাধিক রাজ্যে ক্ষমতাসীন। ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত শাসিত হওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী নিজেই দাবি করছেন, উত্তর-পূর্বের প্রভূত উন্নয়ন হয়েছে তাঁর আমলে। এদিকে, মোদীর এই দাবি নিয়ে তৈরি হয়েছে বিতর্কও।
২০১৭ সালে কেন্দ্রীয় সরকার নর্থ ইস্ট ইন্ডাস্ট্রিয়াল স্কিম চালু করার পর উত্তর-পূর্বের জন্য ৩,০০০ হাজার কোটি টাকা ব্যয় হবে বলে জানালেও সেটা নেহাত কথার কথা হিসেবে থেকে যায়। বরাদ্দ হয় নামমাত্র টাকা। প্রধানমন্ত্রীর “ডবল ইঞ্জিন”-এর সরকারের তত্ত্বও খারিজ হয়। হাজার হাজার কোটি টাকা ব্যয়ের প্রতিশ্রুতি দিয়ে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে ক্ষমতায় আসার পরে কেন্দ্রীয় সরকার বলেছিল প্রতিশ্রুতিমাফিক টাকা বরাদ্দ করা যাচ্ছে না ফান্ডের অভাবে। ফলে উত্তর-পূর্বের রাজ্যগুলি দেশের স্বাধীনতার আগে ১৯০ বছর ধরে যেমন অবহেলিত ছিল সেই অবস্থার তেমন ঊনিশ-বিশ হয়নি।
এদিকে, অসমের ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় উত্তর-পূর্বের শিল্পায়ন নিয়ে গবেষণাপত্র প্রকাশ করেছে। অর্থনীতি বিভাগের পরিচালনায় সংশ্লিষ্ট গবেষণায় ধরা পড়েছে, দেশের উত্তর-পূর্বের রাজ্যগুলিতে স্বাধীনতার পর শিল্পায়নের গতি অত্যন্ত দুর্বল। অর্থাৎ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উত্তর-পূর্ব শিল্পায়নে গতিশীল হওয়ার যে প্রতিশ্রুতি তা তাঁর ২ কোটি চাকরির মতো প্রতিশ্রুতির মতোই ব্যর্থ হয়েছে। নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকার নর্থ ইস্ট ইন্ডাস্ট্রিয়াল স্কিম চালু করলেও তা কাজের কাজ না হওয়ায়নিতান্ত আনুষ্ঠানিকতায় পর্যবসিত হয়েছে।
আরও পড়ুন: মোদীর প্রিয় কোম্পানি বলে কথা! বিশ্বজুড়ে বাজবে ডঙ্কা, হয়ে উঠল সবথেকে শক্তিশালী ব্র্যান্ড
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছেন, উত্তর-পূর্বের শিল্পায়নের ক্ষেত্রে যে ইকোসিস্টেম তাঁর জমানায় গড়ে তোলা হয়েছে তা আশাপ্রদ। জোড়হাটে জনসমাবেশে এই দাবি করেন প্রধানমন্ত্রী। খতিয়ান পেশ করে মোদী জানিয়েছেন, প্রধানমন্ত্রী আবাস যোজনায় গ্রামীণে অসমে ৫ লক্ষ ৫০ হাজার পরিবারকে বাড়ি বানিয়ে দেওয়া হয়েছে। রেল যোগাযোগ ব্যবস্থা উন্নত করা হয়েছে। ফলে শিল্পক্ষেত্রে গোটা উত্তর-পূর্ব উপকৃত হয়েছে।
আরও পড়ুন: রুদ্ধশ্বাস IPL-এ জমজমাট লড়াই, রিঙ্কুর এই রেকর্ড ভেঙে দিলেন দীনেশ কার্তিক
তবে, ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের গবেষকদের বক্তব্য, চা, পেট্রোলিয়াম, কয়লা, পাটশিল্প এবং অরণ্য এলাকায় অর্থনীতিকে বিকশিত করার প্রভূত সম্ভাবনা থাকা সত্ত্বেও উত্তর-পূর্বের উন্নয়ন অবহেলিত থেকে গিয়েছে। এই এলাকায় অর্থনৈতিক উন্নয়ন হলে সারা ভারত অর্থনৈতিকভাবে উপকৃত হত। গবেষকরা জানিয়েছেন, সারা দেশের মধ্যে সবচেয়ে অনগ্রসর এলাকা উত্তর-পূর্ব অংশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তর-পূর্বের উন্নয়নের দাবি করছেন। উল্লেখ্য যে, উত্তর-পূর্বে গত কেন্দ্রীয় বাজেটে দ্বিগুণ করা হয়েছে আর্থিক বরাদ্দ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৫,৮৯২ কোটি টাকা বরাদ্দ করেছেন।