বাংলা হান্ট ডেস্কঃ নতুন বছরের শুরু থেকেই দেশ জুড়ে সুপার এক্টিভ মোডে ইডি (ED)। নিত্যদিন চলছে তল্লাশি। আর এবার সেই তল্লাশিতেই মিললো বিরাট সাফল্য। ১৮০০ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে তল্লাশি অভিযানে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorates)। ম্যারাথন তল্লাশিতে ওয়াশিং মেশিনে লুকিয়ে রাখা আড়াই কোটিরও বেশি টাকা বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় এজেন্সি।
মঙ্গলবার টাকা বিদেশে পাচারের অভিযোগে তল্লাশি অভিযানে নামেন ইডির আধিকারিকরা। কলকাতা সহ দিল্লি, হায়দরাবাদ, মুম্বই, কুরুক্ষেত্র চার রাজ্যে চালানো হয় তল্লাশি। এরপর ইডির স্ক্যানারে আসা Capricornian Shipping & Logistics Pvt Ltd নামের সংস্থার অংশীদার হিসেবে কাজ করা একাধিক সংস্থার সূত্র ধরে ময়দানে নামে ইডি।
তল্লাশির জেরে প্রচুর পরিমাণে নথিপত্র ইডির হাতে আসে। বহু ডিজিটাল ডিভাইসের পাশাপাশি ওয়াশিং মেশিনে লুকানো ২.৫৪ কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। যা দেখে চোখ ছানাবড়া অফিসারদের। খোঁজ মিলেছে ৪৭টি ব্যাঙ্ক অ্য়াকাউন্টেরও। আবগারি দুর্নীতি, নিয়োগ দুর্নীতি সহ একাধিক দুর্নীতি মামলায় আবহে একেবারে ওয়াশিং মেশিন থেকে কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।
সূত্রের খবর, সিঙ্গাপুরের সংস্থায় পণ্য পাঠানোর ভুয়ো হিসাব দেখিয়ে দুর্নীতি চলত। এখনও পর্যন্ত এই কাজের সঙ্গে যুক্ত রয়েছে এই অভিযোগে মোট ৭টি সংস্থার খোঁজ পেয়েছেন তদন্তকারীরা। জানা যায় এই ক্যাপ্রিকর্নিয়ান শিপিং অ্যান্ড লজিস্টিকস প্রাইভেট লিমিটেডের ডাইরেক্টরের পদে রয়েছেন বিজয় কুমার শুক্লা এবং সঞ্জয় গোস্বামী। এছাড়া এই সংস্থার অংশীদার হিসাবে কাজ করা আরও বেশ কয়েক সংস্থা ও তাদের মালিকেরা বর্তমানে ইডি-র নজরে।
আরও পড়ুন: DA নিয়ে বিরাট সুখবর! ৩০ মার্চই সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে মোটা টাকা, কে কত পাবেন?
ইডি সূত্রে খবর সহযোগী সংস্থার তালিকায় রয়েছে লক্ষ্মিতন মেরিটাইম, হিন্দুস্তান ইন্টারন্যাশনাল, রাজনন্দিনী মেটালস লিমিটেড, স্টুয়ার্ট অ্যালয়স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, ভাগ্যনগর লিমিটেড, বিনায়ক স্টিলস লিমিটেড, বশিষ্ঠ কনস্ট্রাকশন লিমিটেড সহ একাধিক সংস্থা।