বাংলাহান্ট ডেস্ক : রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দ মহারাজ গতকাল সন্ধ্যা ৮টা ১৪ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বেলুড় মঠের সংস্কৃতি ভবন অডিটোরিয়মে শায়িত রয়েছে তাঁর দেহ। প্রয়াত স্মরাণানন্দকে শেষবারের জন্য শ্রদ্ধা জানাতে সেখানে ভোর থেকে জড়ো হয়েছেন ভক্তরা। স্বামী স্মরণানন্দ মহারাজের অন্তিম সংস্কারের প্রক্রিয়া শুরু হবে আজ রাত ৮ টার পর।
রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানের সাত তলার ৫০ নম্বর কেবিনে গত ২৯ শে জানুয়ারি থেকে ভর্তি ছিলেন স্বামী স্মরণানন্দ মহারাজ। এরপর গত ৩রা মার্চ হঠাৎ মহারাজের শারীরিক অবস্থার অবনতি হয়। তারপর মহারাজকে ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয়। তারপর থেকে মহারাজ টানা ২৩ দিন ছিলেন ভেন্টিলেশন সাপোর্টে।
আরোও পড়ুন : মিমি-নুসরতই নেই TMC-র তারকা প্রচারকের লিস্টে! BJP-র তালিকায় রয়েছে বিরাট চমক
প্রেসিডেন্ট মহারাজকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তামিলনাড়ুর তাঞ্জাভুর জেলার আন্দামি গ্রামে ১৯২৯ সালে জন্ম স্মরণানন্দ মহারাজের। রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক হন ১৯৯৭ সালে। তারপর সহ অধ্যক্ষ হন ২০০৭ সালে।
২০১৭-তে স্বামী আত্মস্থানন্দের প্রয়াণের পর স্বামী স্মরণানন্দ মঠ ও মিশনের অধ্যক্ষ হিসাবে নির্বাচিত হন। আজ ভোর থেকে স্বামী স্মরণানন্দ মহারাজের দেহ বেলুড় মঠে রাখার রয়েছে। বহু সাধারণ মানুষ ও ভক্তরা চোখে জল নিয়ে বিদায় জানাচ্ছেন তাঁদের প্রিয় মহারাজকে। সবমিলিয়ে যেন জনজোয়ার বেলুড় মঠে।