‘ছিঃ! অসভ্যতামো’, ছেলের ঠোঁটে ঠোঁট দেওয়ায় রোষের মুখে শুভশ্রী! উঠল ভয়ঙ্কর অভিযোগ

বাংলাহান্ট ডেস্ক : এই মুহূর্তে দুই সন্তানের জননী অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। পুত্র সন্তানের পর রাজ-শুভশ্রীর ঘর আলো করে এসেছে কন্যা সন্তান। পুত্র ইউভান এখন বেশ খানিকটা বড় হয়েছে। মেয়ে ইয়ালিনির বয়স মাত্র চার মাস। শুভশ্রী সমাজমাধ্যমে বেশ অ্যাকটিভ। সন্তানদের সাথে কাটানো বিভিন্ন মুহূর্ত তিনি ভাগ করে নেন সবার সাথে।

তবে অতীতে এই ধরনের ছবি ও ভিডিওর কারণে অনেক সময় তাঁকে কটাক্ষের মুখোমুখিও হতে হয়েছে। তবে এসবে অভিনেত্রী বিশেষ গুরুত্ব দেননি। শুভশ্রী হোলিতে আনন্দের কিছু মুহূর্ত সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন। এবছর হোলি শুভশ্রী রাজের আদি বাড়ি হালিশহরে কাটিয়েছেন। রং খেলা থেকে খাওয়া-দাওয়া, হইহুল্লোড় করে এবার হোলি কাটিয়েছেন শুভশ্রী। তাঁর সাথে ছিল দুই সন্তানও।

আরোও পড়ুন : ভারতের প্রথম ব্যালাস্টলেস ট্র্যাক দিয়ে ঘন্টায় ৩২০ কিমি বেগে ছুটবে বুলেট ট্রেন! রেলমন্ত্রী দিলেন বড় আপডেট

নিজের ইনস্টাগ্রামে বুধবার শুভশ্রী রং খেলার বেশ কিছু মুহূর্ত শেয়ার করেছেন অনুরাগীদের সাথে। তবে সেই ছবির জন্য ফের একবার কটাক্ষের মুখোমুখি হতে হয়েছে অভিনেত্রীকে। ছেলে ইউভানের সাথে ঠোঁটে ঠোঁট রাখা ছবিও শেয়ার করেছিলেন শুভশ্রী। এই ছবি দেখে অনেকেই বিরক্ত। এই ছবি দেখে একজন মন্তব্য করেছেন,  ‘মা ছেলের সম্পর্ক কে এই ভাবে ছোটো না করলেও পারতেন। ছিঃ গালে বা কপালেও চুমু টা খাওয়া যেত।’

অন্য এক ব্যবহারকারীর বক্তব্য,  ‘এটা কি নতুন জেনারেশনের আধুনিকতা? বাচ্চার ঠোঁট এ কিস করা? আমার মা, আমাদের ভালোবাসা দেননি? তারা তো কই এই ভাবে অসভ্যতামো করেনি’। আবার এক মহিলা লিখেছেন,  ‘মানুষের মুখ থেকে,বিশেষত লালা থেকে প্রচুর জার্মস ছড়ায়। ডাক্তাররা বলেছেন বাচ্চার মুখে মুখে লাগিয়ে চুমু খাওয়া উচিত না। এতে ক্ষতি বাচ্চারই’।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর