বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় রেল আমাদের দেশের পরিবহণ মানচিত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। আপনি যদি নিয়মিত রেলে ভ্রমণ করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে বড় খবর। এবার থেকে ট্রেনে ভ্রমন আরো ব্যয়বহুল হয়ে উঠতে চলেছে। বেশ কিছু বছর পর রেল বোর্ডের পক্ষ থেকে বাড়ানো হচ্ছে কুলিদের মজুরি।
ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক অবস্থার উন্নতির পরিপ্রেক্ষিতে রেলের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেল বোর্ড সাধারণ কর্মচারীদের মতো সুবিধা দিচ্ছে পোর্টারদেরও। পণ্যবাহী কুলিদের মজুরি বাড়ানো হয়েছে প্রায় পাঁচ বছর পর। রেল বোর্ড নির্দেশ দিয়েছে, দেশের ৬৮টি বিভাগে এই হার কার্যকর করতে।
আরোও পড়ুন : মোমো বানিয়েই এই মহিলা দুহাতে আনছেন টাকা! বাঁকুড়ার মেয়ে কাঁপিয়ে দিচ্ছে দুর্গাপুরের বাজারও
পোর্টারদের জন্য রেলের পক্ষ থেকে নতুন মজুরির হার প্রকাশ করা হয়েছে। ৪০ কেজি ওজনের বেশি পণ্যের জন্য যাত্রীদের এবার থেকে দিতে হবে ৩৪০ টাকা। এই হার আগে ছিল ২৫০ টাকা। স্ট্রেচারে করে অসুস্থ ব্যক্তিকে নিয়ে যাওয়ার জন্য যাত্রীদের ২৭০ টাকা প্রদান করতে হবে। আগে এই কাজের জন্য কুলিরা পেতেন ২০০ টাকা।
আরোও পড়ুন : ছোট ১ টাকার কয়েন কি আর চলবে না? ভারতীয় মুদ্রা নিয়ে রিজার্ভ ব্যাংকের বড় ঘোষণা
বয়স্ক বা অসুস্থ ব্যক্তিকে হুইল চেয়ারে নিয়ে নিয়ে যাওয়ার রেট ১৩০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ১৮০ টাকা হয়েছে। যদিও নতুন এই পরিবর্তিত রেট সব রেল স্টেশনে প্রযোজ্য হবে না। নতুন এই রেট প্রযোজ্য হবে দেশের A1 এবং A ক্যাটাগরির প্রধান রেল স্টেশনগুলিতে।
পোর্টারদের রেলের পক্ষ থেকে একাধিক সুবিধা প্রদান করা হয়। প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত যোজনা, বার্ষিক পাস এবং প্রিভিলেজ টিকিট অর্ডারের (PTO) মতো সুবিধা দেওয়া হয় কুলি ও তার পরিবারকে। এছাড়াও রেলের স্কুলে বিনামূল্যে পড়াশোনার সুযোগ পান কুলিদের ছেলেমেয়েরা।