একটি ওয়াটার পিউরিফায়ার (অ্যাকোয়াগার্ড) সংস্থার সার্ভিস রিনিউ এর নামে প্রতারণার অভিযোগ

বাবলু প্রামাণিক, সোনারপুর ঃ একশো টাকার চেক নিয়ে গিয়ে ২১ হাজার টাকা তুলে নেওয়ার অভিযোগ সংস্থার এক কর্মীর বিরুদ্ধে ৷ প্রতারিত এক নার্স ৷ তার নাম লিলি দাস ৷ ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার বৈকুণ্ঠপুর এলাকায় ৷ অভিযোগ ওয়াটার পিউরিফায়ার সার্ভিস করি্য়ে দেওয়ার নাম করে বারবার ফোন করা হত ৷ বলা হয় মাত্র একশো টাকা দিলে এক বছরের জন্য ফ্রি সার্ভিসের অফার রয়েছে ৷

বলা হয়্ এই টাকা চেকেই দিতে হবে ৷ একশো টাকার চেক জালিয়াতি করে একুশ হাজার টাকা তুলে নেওয়ার অভিযোগ ৷ শক্তিপদ পাল নামে পরিচয় দেওয়া এক ব্যাক্তি এই কাজ করেছেন বলে অভিযোগ ৷ চেক নিয়ে যাওয়ার এক সপ্তাহ পরে ব্যাঙ্কের বই আপডেট করার কথা বলে যান ৷

10a9e screenshot 20190502 165634সেইমত কয়েকদিন পর ব্যাঙ্কের বই আপড়েট করতে গিয়ে দেখেন যে একশো টাকার পরিবর্তে উঠে গিয়েছে একুশ হাজার টাকা ৷ ঘটনায় সোনারপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ad

সম্পর্কিত খবর