বাংলা hunt ডেস্ক : হঠাৎ করে তার নিউইয়র্ক চলে যাওয়া ঘিরে তৈরী হয়েছিল এক বিরাট জল্পনা।তখন অনেকেই মনে করেছিলেন কোনও গভীর রোগে আক্রান্ত হয়েছিলেন অভিনেতা ঋষিকাপুর।যদিও পরবর্তী সময়ে গোটা বিষয়টি কে জল্পনা বলে উড়িয়ে এই অভিনেতা বলেন কাজ থেকে সাময়িক বিরতি নিতেই এমন সিদ্ধান্ত তার।যদিও তার চেহারায় এবং পারিবারিক সদস্যদের টুইটে সম্পূর্ণ অন্য এক চিত্র ফুটে ওঠে, এইবার সেই সব জল্পনা কে উড়িয়ে ঋষির এক ঘনিষ্ঠ বন্ধু টুইট করে জানান অবশেষে ক্যান্সার মুক্ত হয়েছেন ঋষি।যদিও এবিষয়ে এখনও কিছু বলতে শোনা যায়নি এই তারকা অভিনেতা কে।
প্রসঙ্গত, দেশে না থাকলেও দেশের সব খবর রাখেন ঋষি নিজের কাছে , এমনটা এর আগেই দেখেছি আমরা।
আগামী ৩০ শে মে থেকে ইংল্যান্ডের মাটিতে শুরু হতে চলেছে ক্রিকেট বিশ্বকাপ।ইতিমধ্যে বিশ্বকাপের দল ঘোষনা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।সেই দলে ঋষভ পন্থ এবং আম্বাতি রায়ডু সুযোগ না পাওয়ায় ইতিমধ্যে তৈরি হয়েছে প্রশ্ন ঠিক এমন একটি মুহূর্তে ভারতীয় ক্রিকেট দলের ক্রিকেটারদের উদ্দেশ্যে প্রশ্ন রাখলেন অভিনেতা ঋষিকাপুর।বলিউড এই অভিনেতা এই মুহূর্তে রয়েছেন আমেরিকায় , চিকিৎসার উদ্দেশ্যে।খুব শীঘ্রই দেশে ফিরবেন তিনি এমনটাই তৈরী হয়েছে জল্পনা।এরই মাঝে টুইট করলেন তিনি , বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতীয় দলের উদ্দেশ্যে।
সেখানে তিনি প্রতিটি ক্রিকেটারের ছবিওয়ালা তালিকা দিয়ে প্রশ্ন রেখেছেন সবার মুখ এতো দাড়ি কেনো ? আবার ধোনির মুখে দাড়ি না থাকার বিষয়টি এড়ায়নি তার চোখ থেকে।ঋষির এহেন টুইট আসার পর থেকেই তা মুহূর্তে হয়ে ওঠে, তার ভক্তরা এবিষয়ে নিজের যুক্তি খাঁড়া করার চেষ্টা করে।প্রসঙ্গত, ঋষিকে শেষ বারের মতো দেখা গেছিলো ” মুল্ক ” ছবিতে অভিনয় করতে।