মাস্টারস্ট্রোক! DA-র আবহেই সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে ২ লাখ! কীভাবে পাবেন?

বাংলা হান্ট ডেস্কঃ চব্বিশের লোকসভা নির্বাচনের পরেই ‘লটারি’ লাগতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্তদের। ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে প্রায় ২ লাখ টাকা! এখানেই শেষ নয়, রয়েছে বেতন বৃদ্ধির সম্ভাবনাও। এমনিতেই সদ্য কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ৪% বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে তাঁরা ৫০% হারে ডিএ (Dearness Allowance) পাচ্ছেন। তবে এবার শোনা যাচ্ছে, একসঙ্গে প্রায় ২ লাখ টাকা ঢুকতে পারে তাঁদের অ্যাকাউন্টে!

এখন প্রশ্ন উঠতেই পারে, ভোটের পর কেন আচমকা কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Central Government Employees) এত টাকা দেওয়া হবে? আসলে করোনাকালে দেশের অর্থনীতি যখন জোর ধাক্কা খেয়েছিল, সেই সময় প্রায় দেড় বছর তথা ১৮ মাস কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA) দেওয়া হয়নি। সরকারের তরফ থেকে আগেই জানানো হয়েছিল, করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য সেই অর্থ ব্যয় করা হয়েছে।

এদিকে কোভিডের কারণ গোটা দেশে লকডাউন হয়ে যাওয়ায় অধিকাংশ সরকারি কর্মচারীদের অফিস যেতে হয়নি। মহার্ঘ ভাতা না দেওয়ার কারণ হিসেবে এই বিষয়টিকেও ‘হাইলাইট’ করা হয়। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক হয়ে গিয়েছে। সবকিছু আবার আগের মতো হতেই কেন্দ্রীয় সরকারি কর্মীরা ১৮ মাসের বকেয়া ডিএ মেটানোর দাবি তুলতে শুরু করেন।

আরও পড়ুনঃ Exclusive:’ঘুষখোর ছিলেন, কবে গাঁজাখোর হলেন জানি না’! ফিরহাদকে নিয়ে একি বললেন শতরূপ!

গত বাজেট পেশের সময় এই বিষয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের তরফ থেকে সদর্থক ইঙ্গিত পাওয়া গিয়েছে। এরপর থেকেই বকেয়া ডিএ পাওয়ার আশায় বুক বাঁধতে শুরু করেছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। দ্রুতই তাঁদের মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়া হবে বলে অনুমান করেন তাঁরা।

এদিকে লোকসভা ভোট (Lok Sabha Election 2024) আসন্ন। গোটা দেশজুড়ে লাগু হয়ে গিয়েছে আদর্শ নির্বাচনী আচরণবিধি। এমতাবস্থায় বকেয়া ডিএ মেটানো প্রসঙ্গে কোনও সিদ্ধান্ত গ্রহণের সম্ভাবনা নেই বললেই চলে। তবে অনুমান করা হচ্ছে, লোকসভা ভোট মিটে গেলেই সরকারের তরফ থেকে ১৮ মাসের বকেয়া ডিএ মেটানোর বিষয়ে কোনও ঘোষণা করা হতে পারে।

central government employees dearness allowance da

জানা যাচ্ছে, সরকারের তরফ থেকে যদি সত্যিই ১৮ মাসের বকেয়া ডিএ মেটানোর সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে কেন্দ্রের উচ্চপদে কর্মরত আধিকারিকদের অ্যাকাউন্টে প্রায় ২ লাখ টাকা মতো ঢুকতে পারে। একইসঙ্গে শোনা যাচ্ছে, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ফিটমেন্ট ফ্যাক্টরও বাড়ানো হতে পারে। ২.৬% গুণ থেকে বাড়িতে তা ৩ গুণ করা হতে পারে বলে খবর। যদি এমনটা হয় তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মাসিক বেতন অন্তত ৫০০ টাকা বৃদ্ধি পাবে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর