বাংলা হান্ট ডেস্ক : আজকাল অনেক সময় চাকুরি বদল করেন অনেকে। আর চাকুরির বদল করলে অনেক কিছুই যেমন পরিবর্তন করতে হয় তেমনই PF (Provident Fund) অ্যাকাউন্টেরও বদল করতে হয়। চাকরির পরিবর্তন করার পরই বদলাতে হয় PF অ্যাকাউন্ট। আর এই বদল না করা হলে আগের অফিসের কাজের সময় যে টাকা কেটে নেওয়া হয়েছে PF অ্যাকাউন্ট থেকে তা আর মিলবে না।
এক্ষেত্রে সামান্য ভুল হয়ে গেলেও কিন্তু চলে যেতে পারে মোটা অংকের টাকা। এতদিন অ্যাকাউন্ট বদল করতে ভরসা করতে হতো অন্য কর্মীদের ওপর, আর এবার সেই কাজ হবে সহজেই। নিজে থেকেই স্থানান্তরিত হয়ে যাবে EPFO অ্যাকাউন্ট। চাকরি বদল করার সময় আর EPFO অ্যাকাউন্ট বদলের জন্য ম্যানুয়ালি ট্রান্সফারের আবেদন করতে হবে না।
নতুন অর্থবর্ষের শুরুতেই চালু হয়েছে অটোমেটিক EPFO অ্যাকাউন্ট ট্রান্সফারের পরিষেবা। উল্লেখ্য এই পরিষেবা শুরু হয়েছে গত ১ এপ্রিল থেকে। আগেকার নিয়ম অনুযায়ী, এক কোম্পানি বদলে অন্য কোম্পানিতে গেলে UAN নাম্বার দিয়ে PF অ্যাকাউন্ট ট্রান্সফারের আবেদন জানাতে হত। তবে এবার সেই ঝক্কি শেষ।
আরও পড়ুন : আস্থা নেই রাহুলে, কংগ্রেস ছেড়ে বিজপিতে যোগ অলিম্পিকে পদকজয়ী বক্সারের
নয়া অর্থবর্ষের শুরুতেই জানানো হয়েছে, অ্যাকাউন্ট ট্রান্সফারের জন্য কোনো আবেদন বা ফর্ম ফিল-আপ করতে যেমন হবে না। সেই সাথে মাসের পর মাস অপেক্ষার দিনও শেষ। এক চুটকিতেই হয়ে যাবে কাজ। এখানে বলে রাখা ভালো, EPF এর নিয়ম অনুযায়ী, কর্মীরা তাদের মূল বেতনের ১২ শতাংশ জমা করে এবং সেই একই পরিমাণ টাকা জমা করে সংশ্লিষ্ট কোম্পানিও।
আরও পড়ুন : নজরে হ্যাট্রিক! দিল্লিকে হোয়াইট ওয়াশ করতে বিরাট বদল KKR-এ, প্রথম একাদশে বড় চমক
এখানে জেনে নেওয়া দরকার যে, অ্যাকাউন্ট স্থানান্তরের সময় UAN কেন প্রয়োজন পড়ে। আপনাদের জানিয়ে দিই যে, PF অ্যাকাউন্ট খোলার সময়ই একটি ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর অথবা UAN এর প্রয়োজন হয়। এক্ষেত্রে কোনো ব্যক্তি একাধিক চাকরি করলেও তার একাধিক অ্যাকাউন্ট যাতে তৈরি না হয়ে যায় সেজন্যই এই UAN নাম্বারের দেওয়া হয়।