বাংলা হান্ট ডেস্ক: কথায় আছে, “যেমন কর্ম তেমন ফল”। অর্থাৎ, যে যেমন কাজ করবেন তাঁকে ঠিক সেই রকমই ফলাফল পেতে হবে। আর এই কথাটিই যেন ফের একবার প্রমাণিত হল। মূলত, সম্প্রতি তেলেঙ্গানা (Telengana) থেকে এমন একটি ঘটনা সামনে এসেছে যেটি জানার পর অবাক হয়ে যাবেন প্রত্যেকেই। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, মন্দিরের দানবাক্স থেকে টাকা চুরি করতে গিয়ে এক ব্যক্তি কার্যত তাঁর কৃতকর্মের ফল হাড়ে হাড়ে টের পেলেন
জানিয়ে রাখি, তেলেঙ্গানার কামারেড্ডি জেলায় মাসুপল্লি পোচাম্মা মন্দিরে চুরি করতে গিয়েছিলেন এক ব্যক্তি। আর সেখানে গিয়ে তিনি যে কান্ড ঘটালেন তা প্রত্যক্ষ করে অবাক হয়েছেন সকলেই। জানা গিয়েছে যে, মন্দিরে প্রবেশ করে রাত ১০ টা নাগাদ তিনি মন্দিরের দানবাক্সের ওপরের অংশ ভেঙে ফেলে তার ভেতরে হাত ঢুকিয়ে দেন।
কিন্তু তারপরেই ঘটে বিপত্তি। মূলত, সুরেশ হুন্ডি নামের ওই ব্যক্তি সেখানে থাকা টাকা চুরি করতে গিয়ে হাত আটকে ফেলেন। এমতাবস্থায়, মন্দিরের দানবাক্স থেকে টাকা চুরি করতে গিয়ে হাত আটকে যাওয়ায় তিনি ওইভাবেই অপেক্ষা করতে থাকেন। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, তিনি ১২ ঘন্টা ধরে হাত আটকে থাকা অবস্থায় বসে ছিলেন।
আরও পড়ুন: ভারতে এই প্রথম! চালক ছাড়াই নিশ্চিন্তে চলবে Self-Driving Electric Scooter, নয়া নজির গড়ল Ola
এমন পরিস্থিতিতে, সকালবেলায় যখন ভক্তরা মন্দিরে আসতে থাকেন তখন তাঁকে সেই অবস্থায় দেখে পুরো বিষয়টি বুঝতে পারেন তাঁরা। তৎক্ষণাৎ এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশকে খবর দেওয়া হয়। তারপরেই সেখানে উপস্থিত হয় পুলিশ।
আরও পড়ুন: ব্যর্থ হল Disney+Hotstar-এর প্ল্যান! JioCinema-য় ফ্রি-তে ম্যাচ দেখিয়েই বিপুল লক্ষ্মীলাভ আম্বানির
এমনকি অবস্থা এতটাই বেগতিক হয়ে গিয়েছিল যে, গ্যাস কাটার দিয়ে কোনোরকমে ওই দানবাক্স কেটে সুরেশের হাত বের করা হয়। আর এই পুরো ঘটনাটিতেই ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। পাশাপাশি, মন্দিরে চুরি করতে এসে যেভাবে চোর নিজেই আটকা পড়লেন তাতে সকলেই বলছেন যে এহেন পাপকার্যের ফলে এমনটাই হওয়ার ছিল।