LIVE FANI ঘূর্ণিঝড় ফনির প্রভাব শুরু হয়েছে বাংলায়

বাবলু প্রামাণিক, দক্ষিণ 24পরগনা: আজ সকাল থেকেই দক্ষিনবঙ্গের সমস্ত জেলায় হালকা ঝড়ো হাওড়া সাথে কোথাও ভারি থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে ,আকাশ পুরো কালো মেঘে ঢাকা পড়েছে।

এদিন প্রবল ঝড়বৃষ্টিতে ভেঙে পড়ে গাছপালা নদীর জল উথালপাতাল চলছে বাঁধ ভাঙ্গা অবস্থায় বকখালি নামখানা কাকদ্বীপ সুন্দরবন গোসোবা মাতলা হেতালখালী ছোট মোল্লাখালি প্রভৃতি স্থানে শুরু হয়েছে ঝোড়ো হাওয়ার সঙ্গে ব্যাপক ঝড়বৃষ্টি৷ সমুদ্র উপকূলের বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। বাতিল হয়েছে শতাধিক ট্রেন ।

aa80a img 20190503 wa0021বাতিল করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের সমস্ত কর্মীদের ছুটি সকলকে সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে।

সম্পর্কিত খবর