বাংলাহান্ট ডেস্ক : বহু প্রতীক্ষিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল শুরু হয়ে গেছে। চূড়ান্ত উন্মাদনা ভরা এই টুর্নামেন্ট দেখতে মুখিয়ে থাকেন সবাই। টিভি হোক কিংবা মোবাইল ফোন, আইপিএল মানেই একরাশ উন্মাদনা। তবে আইপিএলের প্রভাব এবার দেখা যাচ্ছে বাংলা সিরিয়ালেও। আইপিএলের দাপটে বাংলা সিরিয়ালের টিআরপি এখন নিম্নমুখী।
এই সপ্তাহের বেঙ্গল টপার সিরিয়ালের নম্বর মাত্র ৭.৮, যেখানে কখনো কখনো বেঙ্গল টপার সিরিয়াল পার করে যায় ৯ এর গণ্ডি। ফুলকি ধারাবাহিকটি গত দু সপ্তাহ ধরে ছিল তালিকার শীর্ষে। জি বাংলারই দুই ধারাবাহিক জগদ্ধাত্রী আর নিম ফুলের মধু-কে এই ধারাবাহিক বেশ প্রতিযোগিতার মধ্যে ফেলেছিল।
আরোও পড়ুন : একসময়ের পর্দার মেয়েই আজকে মনের মানুষ! এ কী কান্ড! বছর ৪৫’র অম্বরিশের প্রেমিকা এই অভিনেত্রী
তবে এবার ফুলকিকে পিছনে ফেলে টিআরপি তালিকায় প্রথম স্থান দখল করেছে নিম ফুলের মধু (৭.৮)। ৭.৬ নম্বর নিয়ে তালিকায় দ্বিতীয় হয়েছে ফুলকি। মাত্র ৭.৩ নম্বর নিয়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী। সম্ভবত জগদ্ধাত্রী সিরিয়ালে দেখানো হবে জগদ্ধাত্রীদের মা হওয়ার ঘটনা। একটি প্রোমোতে দেখা যাচ্ছিল জগদ্ধাত্রী মাথা ঘুরে পড়ে গেছে।
আরোও পড়ুন : হোটেলের দরজা খুলেই মাথায় হাত, সানাকে নিয়ে পুলিশ …! ভয়ঙ্কর অভিজ্ঞতা সৌরভের
সয়ম্ভূ আর জগদ্ধাত্রীর সন্তানের আগমনে হয়ত ভবিষ্যতে বৃদ্ধি পেতে পারে এই ধারাবাহিকের টিআরপি। নিম ফুলের মধু ধারাবাহিকে ছিল এই সপ্তাহে দোল স্পেশাল এপিসোড। অন্যদিকে মহামিলন পর্ব ছিল কোন গোপনে মন ভেসেছে-র। সৃজন-পর্ণা আর অনিকেত-শ্যামলীর যৌথ উপস্থিতি নিঃসন্দেহে দর্শকদের আকর্ষিত করেছে।
চলুন এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপি তালিকা :
প্রথম- নিম ফুলের মধু ৭.৮
দ্বিতীয়- ফুলকি ৭.৬
তৃতীয়- জগদ্ধাত্রী ৭.৩
চতুর্থ- গীতা LLB ৬.৯
পঞ্চম- কোন গোপনে মন ভেসেছে ৬.৫
ষষ্ঠ- কথা ৬.৩
সপ্তম- অনুরাগের ছোয়া/ কার কাছে কই মনের কথা ৫.৫
অষ্টম- বধূয়া ৫.১
নবম- জল থই থই ভালোবাসা/ আলোর কোলে ৫.০
দশম- মিঠিঝোড়া ৪.৭