পাকিস্তানে ২০ জঙ্গি নেতা খুন, গুরুতর অভিযোগ ভারতের বিরুদ্ধে! জবাব দিল নয়া দিল্লি

বাংলা হান্ট ডেস্ক : পুলওয়ামা হামলার পর থেকেই অদ্ভুতভাবে নিকেশ হয়ে চলেছে একের পর এক ভারত বিরোধী জঙ্গি (Anti India Terrorist)। বিদেশের মাটিতে অজ্ঞাত পরিচয় বন্দুকধারীরা গোপনে বেছে বেছে জঙ্গিদের নিকেশ কর চলেছিল। কে বা কারা এই কাজ করছে তা জানা না গেলেও, পাকিস্তান (Pakistan) প্রথম থেকেই আঙুল তুলেছে নয়া দিল্লির দিকে। আর এবার তো চাঞ্চল্যকর দাবি করল ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

সম্প্রতি সংস্থাটি তাদের একটি রিপোর্টে দাবি করেছে, সন্ত্রাসবাদের চারণভূমি পাকিস্তান সহ একাধিক দেশে যে সব জঙ্গি নিধন হয়েছে তার নেপথ্যে রয়েছে ভারত। গত এক বছরে পাকিস্তান বারংবার দাবি করে এসেছে যে, পাক ভূমিতে যে বারো জন সন্ত্রাসীর নিধন হয়েছে তা নয়া দিল্লীর মদতেই হয়েছে। উল্লেখ্য, এরা প্রত্যেকেই ছিল ভারতের মোস্ট ওয়ান্টেড লিস্টে।

তবে এখন কেবল পাকিস্তান নয়, এবার তো ভারতের দিকে আঙুল তুলেছে উঠেছে ‘বন্ধু’ কানাডা-আমেরিকাও। গত বছরই খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডে ভারতকে কাঠগড়ায় তুলেছিল কানাডা। ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথাও বলেছিল কানাডা। পড়শি দেশের দাবি, ইজরায়েলের মোসাদকে অনুসরণ করছে ‘র’।

আরও পড়ুন : দিল্লির স্টেডিয়ামে দর্শকদের নো এন্ট্রি! ফাঁকা মাঠে খেলবে মোহনবাগান, ইস্টবেঙ্গল, কিন্তু কেন?

ইসলামাবাদের দাবি, ইজরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদকে অনুসরণ করছে ‘র’। দেশটির দাবি, এই সমস্ত খুনের পেছনে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহিতে থাকা ভারতের স্লিপার সেল। এই অভিযোগের জের কাটতে না কাটতেই ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান দাবি করেছে, ইতিমধ্যেই যে ২০ সন্ত্রাসবাদীর হত্যা হয়েছে তারা প্রত্যেকেই ভারতের মোস্ট ওয়ান্টেড লিস্টে ছিল। বেছে বেছে ভারতবিরোধীদেরই খতম করার লক্ষ্যে নেমেছে নয়া দিল্লি।

আরও পড়ুন : কেরিয়ার বরবাদ হওয়ার উপায়! KKR-এ রিঙ্কু সিংকে নিয়ে চলছে মহা ষড়যন্ত্র

‘দ্য গার্ডিয়ান’ এর এই অভিযোগের পরপরই পাল্টা জবাব দিয়েছে নয়া দিল্লি। একটি বিবৃতি জারি করে বিদেশমন্ত্রক জানিয়েছে, এই দাবি সম্পূর্ণ মিথ্যা। ভারত কখনোই বাইরে গিয়ে হত্যা করেনা। বিদেশে গিয়ে বিদেশি নাগরিকদের হত্যা করা সম্পূর্ণ ভারত বিরোধী নীতি। সবে মিলিয়ে ইসলামাবাদের এই দাবিকে সম্পূর্ণ খারিজ করেছে ভারত।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর