গরমের ছুটিতে খুব সহজেই চলে যান সিকিম! চালু হল কলকাতা-পাকিয়ং বিমান পরিষেবা, দেখুন সময়সূচি

বাংলাহান্ট ডেস্ক : গরম মানেই পাহাড় ভ্রমণ। অনেক বাঙালির কাছে পাহাড় ভ্রমণের অর্থ দার্জিলিং কিংবা সিকিম। আপনিও যদি এই গ্রীষ্মে সিকিম যাওয়ার পরিকল্পনা করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে বড় খবর। কলকাতা থেকে শিলিগুড়ি, তারপর সেখান থেকে আবার গাড়ি নিয়ে সিকিম যাওয়ার আর দরকার পড়বে না। এবার সরাসরি কলকাতা বা দিল্লি থেকে আকাশপথে পৌঁছে যাবেন সিকিম।

বিমান সংস্থার স্পাইসজেট ফের কলকাতা ও দিল্লি থেকে সিকিমের পাকিয়ং বিমানবন্দরে চালু করল বিমান পরিষেবা। কলকাতা-পাকিয়ং রুটে প্রতিদিন ও দিল্লি-পাকিয়ং রুটে সপ্তাহে পাঁচ দিন বিমান চালাবে স্পাইসজেট। একটি বিবৃতি জারি করে এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, হায়দরাবাদ ও অযোধ্যার মধ্যে ননস্টপ ফ্লাইটও শুরু করা হয়েছে মঙ্গলবার থেকে।

আরোও পড়ুন : বেনজির কীর্তি এই বাঙালি ছাত্রের! মুড়ির দোকান চালিয়েও বাজিমাত IIT’র পরীক্ষায়, চমকে দেবে লড়াই

স্পাইসজেট সোশ্যাল মিডিয়ায় লিখেছে, এই ভ্রমণের মরশুমে অযোধ্যা এবং পাকিয়ংয়ের সাথে যোগাযোগ বৃদ্ধি করতে পেরে খুব খুশি। স্পাইসজেটের চিফ বিজনেস অফিসার দেবো মহর্ষিকে উদ্ধৃত করে কর্তৃপক্ষ লিখেছে, নতুন রুট চালু করতে ও মূল রুটগুলির পরিষেবা ফের শুরু করতে প্রস্তুত।

আরোও পড়ুন : ১০০ শতাংশ বেশি মারাত্মক কোভিডের থেকেও! ভয় ধরাচ্ছে ব্লার্ড ফ্লু, সংক্রমণ নিয়ে আতঙ্কিত বিজ্ঞানীরা

পাকিয়ং বিমানবন্দরের দায়িত্বপ্রাপ্ত পরিচালক বি টি পোটে বলছেন, পাকিয়ং বিমানবন্দরে গ্রীষ্মের সময় পুনরায় বিমান পরিষেবা শুরু হলে, আরো বেশি সংখ্যায় পর্যটক আসবেন হিমালয়ের এই রাজ্যে। ঘোষিত সূচি অনুযায়ী, কলকাতা থেকে প্রতিদিন সকাল ৮.০৫ মিনিটে বিমান ছাড়বে। সকাল ৯.৩৫ মিনিটে বিমান পৌঁছাবে পাকিয়ং।

sikkims pakyong airport is back will have daily flights to kolkata and 5 a week to delhi 1 1170x658

পাকিয়ং থেকে বিমান ছাড়বে সকাল সাড়ে ১০টায় এবং দুপুর ১২টা ১০ মিনিটে স্পর্শ করবে কলকাতার মাটি। অপরদিকে, সকাল ৯.৪৫-এ দিল্লি থেকে বিমান উড়ে যাবে সিকিমের উদ্দেশ্যে এবং সিকিম থেকে দিল্লির উদ্দেশ্যে বিমান ছাড়বে দুপুর ১.১০ মিনিটে। সব মিলিয়ে বলা যায়, এই নতুন বিমান পরিষেবার জন্য উপকৃত হবেন আমজনতা।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর