ট্রেনযাত্রীদের জন্য এবার বিরাট সুখবর! গরম পড়তেই স্টেশনে স্টেশনে এলাহি ব্যবস্থা রেলের

বাংলাহান্ট ডেস্ক : চৈত্র মাসে খেলা দেখাতে শুরু করেছে গরম। দক্ষিণবঙ্গ জুড়ে গরমের প্রকোপে নাজেহাল অবস্থা মানুষের। একাধিক জেলায় তৈরি হয়েছে তাপ প্রবাহের সম্ভাবনা। এই অবস্থায় ভারতীয় রেলের পক্ষ থেকে যাত্রীদের জন্য নেওয়া হল বড় পদক্ষেপ। গরমের হাত থেকে রেহাই দেওয়ার জন্য ভারতীয় রেল বিভিন্ন স্টেশনে বসাচ্ছে অত্যাধুনিক পাখা।

অত্যাধুনিক প্রযুক্তির হাই-ভলিউম লো-স্পীড পাখা পূর্ব রেলের পক্ষ থেকে বসানো হয়েছে হাওড়া, শিয়ালদার মতো একাধিক স্টেশনে। এইচভিএলএস পাখাগুলি গ্রীষ্মের তাপ ও আর্দ্রতার বিরুদ্ধে লড়াই করছে সক্ষম। এই পাখাগুলির ফলে যাত্রীরা আরও বেশি আরাম অনুভব করছেন। তীব্র গরমের মধ্যেও পেয়ে যাচ্ছেন শীতল অনুভূতি।

আরোও পড়ুন : আম জনতার জন্য বিরাট স্বস্তি, বাড়বে না খরচ! নয়া বছরে সুখবর শোনাল RBI

দাবি করা হচ্ছে এই পাখাগুলির ফলে তাপমাত্রা কমে যাচ্ছে চার থেকে পাঁচ ডিগ্রী পর্যন্ত। ফলে স্টেশনে যে যাত্রীরা অপেক্ষা করছেন তারা স্বস্তি পাচ্ছেন অনেকটা।১.২ কিলোওয়াটের মোটর ক্ষমতা-সহ এই উচ্চ-কার্যকারিতা যুক্ত পাখাগুলি একদিকে যেমন আরামদায়ক, অন্যদিকে বিদ্যুৎ সাশ্রয়কারী। 

আরোও পড়ুন : ক্যাব চালাতেন স্বামী! আজ সেই রেণুকা জগতিয়ানি হয়ে উঠলেন ভারতের নতুন ধনকুবের

পাশাপাশি এই পাখা খুব একটা আওয়াজ করে না, তাই বজায় থাকে শান্ত পরিবেশ। হাওড়া ওল্ড স্টেশন কমপ্লেক্স এলাকায় বারোটি (১২) এবং  নিউ স্টেশন কমপ্লেক্স এলাকায় সাতটি (৭) এইচভিএলএস পাখা লাগানো হয়েছে। হাওড়া ওল্ড স্টেশন কমপ্লেক্স এলাকায় আরো ১১ টি এইচভিএলএস পাখা স্থাপন করার পরিকল্পনা রয়েছে পূর্ব রেলের।

our state has India's two largest stations

 পূর্ব রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেছেন,  “ইচভিএলএস পাখাগুলি আমাদের যাত্রীদের জন্য একটি উচ্চতর ভ্রমণ অভিজ্ঞতা প্রদানের প্রতি আমাদের প্রতিশ্রুতিকে জোরদার করে ৷ এই ফ্যানগুলি শুধুমাত্র গরম থেকে স্বস্তি দেয় না, তারা আমাদের কাজ প্রদর্শিত করে৷ স্থায়িত্ব এবং উদ্ভাবনের প্রতি উৎসর্গ এরা। ইস্টার্ন রেলওয়ে সর্বদা যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সক্রিয় দৃষ্টিভঙ্গি রাখে এবং আরাম, দক্ষতা এবং নির্ভরযোগ্যতার সর্বোচ্চ মান বজায় রাখে।”

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর