বাংলা হান্ট ডেস্ক : IPL ২০২৪ অনেকেরই ভাগ্য বদলাতে চলেছে। প্রতি বছরের মত এবারও কিছু সম্ভাবনাময় তারকা পেতে চলেছে ভারত। আবার কিছু দাপুটে তারকার ম্যাড়মেড়ে পারফরম্যান্স দেখে হতাশ ভক্তরাও। যেমন মহম্মদ সিরাজের (Mohammed Siraj) মত একজন ফাস্ট বোলার, যিনি এখনও পর্যন্ত তেমন কোনও ছাপ ফেলতে পারেনি। বলা ভালো, চার ম্যাচের কোনোটাতেই ভালো ফল করেননি সিরাজ।
উল্লেখ্য, এই টুর্নামেন্ট শেষ হওয়ার পরপরই শুরু হবে T20 World Cup। তার আগেই সঙ্কটে সিরাজের কেরিয়ার। সূত্রের খবর, চলতি মরশুমে সিরাজের পারফরম্যান্স দেখে মোটেও খুশি নন BCCI। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে আদৌ তার জায়গা হবে তো? চিন্তায় ভক্তরা। ক্রিকেট সূত্রে খবর ভারতের পেস বোলিংয়ের অন্যতম স্তম্ভ মহম্মদ সিরাজের জায়গায় আসতে পারেন অপর এক তরুণ ফাস্ট বোলার।
IPL ২০২৪-এ বেশ কয়েকজন নবাগতর মধ্যে ভরপুর সম্ভাবনা দেখছেন BCCI। এই তালিকার শীর্ষে রয়েছে ময়ঙ্ক যাদবের নাম। মাত্র ২১ বছর বয়সী এই ফাস্ট বোলারের সামনে কুঁকড়ে যাচ্ছে অভিজ্ঞ ব্যাটাররাও। মায়াঙ্ক তার ফাস্ট বোলিং দিয়ে ক্যামেরন গ্রিন, ম্যাক্সওয়েল, রজত পতিদার, প্রভসিমরান সিং, জিতেশ শর্মার মতো প্রতিভাবান ব্যাটসম্যানদেরও দমিয়ে দিয়েছেন।
আরও পড়ুন : উচ্চমাধ্যমিক পড়ুয়াদের জন্য বড় খবর, আমূল বদলে গেল সিলেবাস, খবর দিল সংসদ
ঘন্টায় ১৫০ কিমি বেগে বল করেন তিনি। শুধু গতিই নয়, সুনির্দিষ্ট লাইন লেন্থের সাথে তার বোলিং দেখে মুগ্ধ ক্রিকেট ভক্তরা। এইসব নানা কারণেই টি ২০ বিশ্বকাপে ময়ঙ্কের জায়গা পাকা বলে মনে করছে ক্রিকেট বিশেষজ্ঞরা। সেক্ষেত্রে সিরাজের জয়গা যে টলমল সেকথা বলাই বাহুল্য।
আরও পড়ুন : T20 বিশ্বকাপে টিম ইন্ডিয়ায় জায়গা হবে না যশস্বীর, এই বিধ্বংসী প্লেয়ারকে সুযোগ দেবেন রোহিত
প্রসঙ্গত উল্লেখ্য, IPL ২০২৪ এ মোট চারটি ম্যাচ খেলেছে সিরাজ। ৪ ম্যাচে মাত্র ৩টি উইকেট নিয়েছেন তিনি। এছাড়া রানও দিয়েছেন প্রচুর। অন্যদিকে ময়ঙ্ক যাদব মাত্র দুটি ম্যাচে ৬টি উইকেট নিয়েছেন। এছাড়া ময়ঙ্কের বোলিং-র সামনে তাবড় তাবড় ব্যাটাররা যেভাবে হিমশিম খাচ্ছে তা দৃষ্টি আকর্ষণ করেছে BCCI এর। এমতাবস্থায় ময়ঙ্ক টিমে এলে সিরাজ বাদ যেতে পারেন। কারণ রুল অনুযায়ী, কারণ ফাস্ট বোলার হিসেবে তিনজনই দলে থাকতে পারেন। এমতাবস্থায় জসপ্রীত বুমরাহের নাম তো নিশ্চিত হয়েই আছে। জায়গা পেতে পারেন আরশদীপ সিং-ও।