ED-র পর এবার আক্রান্ত NIA, দুই অভিযুক্ত তৃণমূল নেতাকে গাড়িতে তুলতেই হামলা গ্রামবাসীর

বাংলা হান্ট ডেস্কঃ গত জানুয়ারি মাসে সন্দেশখালিতে (Sandeshkhali) ইডির (ED) ওপর ভয়ঙ্কর হামলার ঘটনা নিয়ে তোলপাড় হয়েছিল গোটা রাজ্য। সেই রেশ কাটতে না কাটতেই এবার এনআইএ-র (NIA) ওপর হামলা। সূত্রের খবর, গতকাল পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে (Bhupatinagar) আক্রান্ত হন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। আর এবারও তদন্তে গিয়ে হামলার শিকার কেন্দ্রীয় সংস্থা।

আর কী জানা যাচ্ছে? শুক্রবার রাতে ভূপতিনগরে তদন্তের গিয়ে গ্রামবাসীর একাংশের বিক্ষোভের মুখে পড়ে এনআইএ। গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় পাথর। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় গাড়ির কাঁচ। এনআইএ সূত্রে জানা গিয়েছে, গ্রামবাসীদের হামলায় আহত হয়েছেন সংস্থার দু’জন আধিকারিক।

প্রসঙ্গত, ২০২২ সালের ভূপতিনগর বিস্ফোরণের তদন্ত চালাচ্ছে এনআইএ। ডিসেম্বর মাসের সেই ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় তিনজন প্রাণ হারায়। আদালতের নির্দেশে সেই ঘটনার তদন্ত চালাচ্ছে এনআইএ। আর সেই তদন্তে গিয়েই হামলার মুখে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

এনআইএ সূত্রে জানা গিয়েছে, ভূপতিনগর বিস্ফোরণের তদন্ত করতে শুক্রবার রাতে ঘটনাস্থলে গিয়েছিল এএনআই। এরপর সেখান থেকে দুই অভিযুক্ত তৃণমূল নেতাকে আটক করে গাড়িতে তোলার পরই শুরু হয় হামলা। ক্ষোভে গ্রামবাসীদের একাংশ আধিকারিকদের ওপর হামলা চালায় বলে অভিযোগ।

nia 2

আরও পড়ুন: ‘কেটে চেম্বারে ফেলে দেব’, শাহজাহানের পোল খুলতে ED অফিসে হাজির তিন ভাই, কী এদের পরিচয়?

ইতিমধ্যেই হামলার ঘটনা দিল্লিতে এনআইএর সদর দফতরে জানিয়েছেন আধিকারিকরা। পাশাপাশি ভূপতিনগর থানায় দায়ের হয়েছে এফআইআরও। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর