বাংলা হান্ট ডেস্কঃ একসময় ব্যাট হাতে কাঁপিয়েছেন ক্রিকেটের ময়দান। এবার অবশ্য ‘পিচ’ আলাদা। বাইশ গজে রাজত্ব করার পর এবার রাজনীতির আঙিনায় হাজির হয়েছেন ইউসুফ পাঠান (Yusuf Pathan)। চব্বিশের লোকসভা ভোটে বহরমপুরের (Baharampur) মতো হাইভোল্টেজ কেন্দ্র থেকে তাঁকে দাঁড় করিয়েছে তৃণমূল কংগ্রেস।
জোরকদমে প্রচারও শুরু করে দিয়েছেন টিম ইন্ডিয়ার এই প্রাক্তন ক্রিকেটার। তাঁর কর্মসূচিতে উপচে পড়ছে মানুষের ভিড়। তবে গত চারদিন বিরতি নিয়েছিলেন ইউসুফ। এরপর ফের শুক্রবার থেকে ময়দানে নেমে পড়েন তিনি। গতকাল একাধিক কর্মসূচি ছিল তাঁর। ভাকুড়ি জুম্মা মসজিদে নামাজ পড়ার পর সেখানেই জনসংযোগ করেন জোড়াফুলের (TMC) তারকা প্রার্থী। তাঁকে দেখার জন্য মসজিদ চত্বরে হাজির হয়েছিলেন বহু মানুষ।
মসজিদ চত্বরে জনসংযোগের পাশাপাশি দলের নেতাদের সঙ্গে একান্ত বৈঠকও করেন ইউসুফ। বহরমপুরে রাজ্যের শাসক দলের এসসি-এসটি সেলের নেতাদের সঙ্গে বৈঠক করেন বলে খবর। বিকেলে আবার শক্তিপুরের একটি ইফতার পার্টিতে যান তিনি।
আরও পড়ুনঃ TMC নেতাদের গাড়িতে তুললেই হামলা! NIA ‘পেটানো’ কাণ্ডে মমতার প্রশ্ন, ‘মাঝরাতে কেন যাবে?’
এখনও অবধি প্রচারে বেরিয়ে বহরমপুরবাসীর থেকে দু’হাত ভরে ভালোবাসা পেয়েছেন তৃণমূল (Trinamool Congress) প্রার্থী। ‘অধীর গড়’ বলে পরিচিত হলেও, ইউসুফের কর্মসূচিতেও প্রচুর মানুষ উপস্থিত হচ্ছেন। তবে গত রবিবার কান্দিতে প্রচারের পর চারদিনের বিরতি নেন জোড়াফুল প্রার্থী। ভোটের (Lok Sabha Election 2024) আবহে তিনি কেন এই বিরতি নিয়েছিলেন তা এখনও জানা যায়নি।
‘স্ট্র্যাটেজি’ বানাতেই কি এই বিরতি? গতকাল প্রশ্ন করা হয় ইউসুফকে। জবাবে তিনি জানান, ‘এমন কিছু না। আজ প্রায় ৭টা কর্মসূচি আছে’। উল্লেখ্য, গত ১০ মার্চ ব্রিগেডের জনগর্জন সভা থেকে বহরমপুরের প্রার্থী হিসেবে কেকেআরের এই প্রাক্তন ক্রিকেটারের নাম ঘোষণা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
রাজনীতিক হিসেবে নিজের ‘ডেবিউ’তেই কঠিন লড়াইয়ের সম্মুখীন হতে চলেছেন ইউসুফ। টানা ৫ বারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে লড়তে হবে তাঁকে। এই আসন থেকে বিজেপি দাঁড় করিয়েছে নির্মল সাহাকে। গত ২১ মার্চ থেকে বহরমপুরে ঘুরে ঘুরে প্রচার চালাচ্ছেন জোড়াফুল প্রার্থী। রোড শো থেকে শুরু করে কর্মীসভা বাদ রাখছেন না কিছুই। ক্রিকেটার হিসেবে আকাশছোঁয়া সাফল্যের পর রাজনীতিক হিসেবে ইউসুফ কতখানি সফল হন সেদিকেই এখন নজর সকলের।