মমতা এই কাজ করলেই এনে দেবেন ৩০০ কোটি! বিরাট ‘প্রতিশ্রুতি’ সুকান্তর, কী করতে হবে মুখ্যমন্ত্রীকে?

বাংলা হান্ট ডেস্কঃ লোকসভা ভোটের আবহে আজ বালুরঘাটে সভা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই সভা থেকে বিজেপিকে নিশানা করার পাশাপাশি নাম না করে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারকেও (Sukanta Majumdar) আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো। বালুরঘাটের উন্নয়নের জন্য বিজেপির (BJP) রাজ্য সভাপতি কী কী করেছেন তা জানতে চান মুখ্যমন্ত্রী। এবার এর পাল্টা দিলেন বিজেপি নেতা।

শনিবার জনপ্রিয় এক সংবাদমাধ্যমের কাছে সুকান্ত বলেন, ‘মুখ্যমন্ত্রীকে আমি বলব, ওনার ভাইপো যেমন দক্ষিণ দিনাজপুর জেলা চেনেন না, উনিও তেমন চেনেন না। ওনার কর্মীদের একটু জিজ্ঞেস করুন, দিল্লির ট্রেন, শিয়ালদহ-বালুরঘাট ট্রেন, বালুরঘাট স্টেশনকে অমৃতভারত করা, বুনিয়াদপুরে দ্বিতীয় প্ল্যাটফর্ম কে বানিয়েছেন?’

এখানে না থেমে তৃণমূল (TMC) সুপ্রিমোকে কার্যত চ্যালেঞ্জের সুরে সুকান্ত বলেন, ‘মেডিক্যাল কলেজ কবে করছেন? সুকান্ত মজুমদার কথা দিচ্ছে, ২০০-৩০০ কোটি টাকা এনে দেওয়ার দায়িত্ব আমার’। বিজেপির রাজ্য সভাপতির এই বক্তব্য ঘিরে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে চর্চা আলোচনা।

আরও পড়ুনঃ ভোটের মুখে জোর কা ঝটকা! শুভেন্দুর হাত ধরে BJP-তে যোগ দিলেন ২৫০ তৃণমূল কর্মী

আজ বালুরঘাটের সভা থেকে নাম না নিয়েই রাজ্য বিজেপির দুই হেভিওয়েট নেতা সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীকে টার্গেট করেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলার টাকা আপনারা বন্ধ করেছেন, আপনারা বাংলার গদ্দার। আপনারা বাংলার কুলাঙ্গার। উত্তরবঙ্গের ভালো চান না আপনারা। দক্ষিণবঙ্গের উন্নয়নও আপনারা চান না’।

mamata banerjee sukanta majumdar

এদিন অবশ্য শুধু সুকান্ত-শুভেন্দুকে নিশানাই নয়, ভূপতিনগরে NIA আধিকারিকদের ওপর হামলার ঘটনা নিয়েও সুর চড়াতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। তিনি বলেন, ‘ওখানে (ভূপতিনগর) মহিলারা হামলা করেননি। NIA হামলা করেছে। মাঝরাতে যদি মহিলাদের বাড়ি গিয়ে অত্যাচার করা হয়, তাহলে কি মহিলারা হাতে শাঁখা, বালা পড়ে বসে থাকবেন? তাঁরা নিজেদের ইজ্জত বাঁচাবে না?’ একইসঙ্গে ‘বিজেপির কমিশন নয়, আমরা নিরপেক্ষ কমিশন চাই’ বলেও সরব হন তৃণমূল সুপ্রিমো।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর