ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি! একটু পরই ভিজবে দক্ষিণবঙ্গের ৬ জেলা: আবহাওয়ার খবর

Published On:

বাংলা হান্ট ডেস্ক: জুড়োবে দহন জ্বালা, একটু পরই দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক নামতে পারে ঝমঝমিয়ে বৃষ্টি (Rainfall)। এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর (Alipore Weather Office)। হাওয়া অফিস সূত্রে খবর, দুই মেদিনীপুর, ঝড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে ঝড় বৃষ্টি হতে পারে রাতের দিকে।

ওদিকে আগামীকাল রবিবার কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। রবিবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের সব ক’টি জেলাতেই বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে কালবৈশাখী ঝড়।

আগামীকাল কালবৈশাখী হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। ঘন্টায় ৬০ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া। যার জেরে জারি হয়েছে হলুদ সতর্কতা। একইসঙ্গে থাকবে বজ্রপাতের আশঙ্কাও।

আরও পড়ুন: মমতা এই কাজ করলেই এনে দেবেন ৩০০ কোটি! বিরাট ‘প্রতিশ্রুতি’ সুকান্তর, কী করতে হবে মুখ্যমন্ত্রীকে?

রবিবারের পর সোমবারও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে বইবে দমকা হাওয়া। ঝড়ও হতে পারে। ওদিকে দক্ষিণবঙ্গের বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে বইবে এই তাপপ্রবাহ।

weather kolkata

আরও পড়ুন: ‘টাকা দিয়ে…’, কী করেছেন মমতা? এবার বিরাট দাবি তুললেন অভিজিৎ, শোরগোল রাজ্যে

উত্তরবঙ্গের আবহাওয়া : মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X