বাংলাহান্ট ডেস্ক : সাধারণ মধ্যবিত্ত মানুষের বিনিয়োগের সেরা মাধ্যম ফিক্সড ডিপোজিট। অধিকাংশ মানুষ ব্যাংকে টাকা সঞ্চয় করে থাকেন। ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা টাকা সঞ্চয় করে থাকি বিভিন্ন স্কিমে। তবে টাকা সঞ্চয়ের জন্য সবথেকে নিরাপদ ও বিশ্বাসযোগ্য স্কিম হল ব্যাংকের ফিক্সড ডিপোজিট। এক্ষেত্রে বিনিয়োগ করার আগে আমরা দেখে নিই কোন ব্যাংক ফিক্সড ডিপোজিটের উপর দিচ্ছে বেশি সুদ।
ফিক্সড ডিপোজিটে টাকা বিনিয়োগ করা অত্যন্ত সহজ। আমরা সহজেই এই স্কিমে টাকা রাখতে পারি। তবে অনেকেই রয়েছেন যারা ব্যাংকের সাধারণ সেভিংস অ্যাকাউন্টে টাকা রেখে থাকেন। তবে সাধারণত ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টের সুদ অনেকটাই কম হয়। তাই অধিকাংশ মানুষ টাকা বিনিয়োগের জন্য বেছে নেন ফিক্সড ডিপোজিটকে।
আরোও পড়ুন : এবার আন্টার্টিকাতেও পৌঁছে যাবে ভারতের চিঠি! ডাকঘর তৈরী হল বরফের দেশে
তবে বন্ধন ব্যাংকের পক্ষ থেকে এমন অফার নিয়ে আসা হয়েছে যা শুনলে অনেকেই আনন্দে লাফিয়ে উঠবেন। বন্ধন ব্যাংক সেভিংস অ্যাকাউন্টে দিচ্ছে আকর্ষণীয় সুদ। তাই অহেতুক আপনাকে আর ফিক্সড ডিপোজিটে টাকা জমা রাখতে হবে না অতিরিক্ত সুদের জন্য। বন্ধন ব্যাংকে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে সেভিংস অ্যাকাউন্টেই পেয়ে যাবেন ৮.০৫ শতাংশ পর্যন্ত সুদ।
আরোও পড়ুন : রিচার্জ করুন মাত্র ২৩৪ টাকায়, সুবিধা পাবেন প্রায় ২ মাস! গরিবদের জন্য সস্তার প্ল্যান নিয়ে হাজির Jio
প্রতিদিন ১ লক্ষ টাকা পর্যন্ত সেভিংস অ্যাকাউন্টে জমা রাশির উপর দেওয়া হবে ৩ শতাংশ সুদ। ১ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত যাদের ব্যালেন্স থাকবে সেভিংস অ্যাকাউন্টে, তাদের দেওয়া হবে ৬ শতাংশ সুদ। ১০ লক্ষ টাকা থেকে ২ কোটি টাকা পর্যন্ত ব্যালেন্স থাকলে ৭ শতাংশ পর্যন্ত সুদ দেবে বন্ধন ব্যাংক।
২ কোটি থেকে ১০ কোটি টাকা পর্যন্ত ব্যালেন্স থাকলে দেওয়া হবে ৬.২৫% সুদ। ১০ কোটি টাকা থেকে ৫০ কোটি টাকা পর্যন্ত ব্যালেন্স থাকলে পেয়ে যাবেন ৬.৫০% সুদ। ৫০ কোটি থেকে ২৫০ কোটি টাকা পর্যন্ত ব্যালেন্স থাকলে ৮ শতাংশ সুদ দেওয়া হবে সেভিংস অ্যাকাউন্টে। ২৫০ কোটি টাকা বা তার বেশি টাকা থাকলে ব্যাংক আপনাকে ৮.০৫ % সুদ প্রদান করবে।