বাংলাহান্ট ডেস্ক : পেশার তাগিদে করেছেন এলআইসির এজেন্টের কাজ। সেই মানুষটি বর্তমানে ভারতের প্রবীণতম ধনকুবের। লছমন দাস মিত্তল এমন অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন। ৯৩ বছর বয়সী লছমন দাস মিত্তল এই মুহূর্তে ভারতের সবথেকে প্রবীণ ধনকুবের। ভারতীয় মুদ্রায় বর্তমানে তাঁর সম্পদের পরিমাণ প্রায় ২৩ হাজার কোটি টাকা। ফোর্বস-এর ২০২৪ সালে প্রকাশিত ধনকুবেরদের তালিকায় জায়গা করে নিয়েছেন লছমন।
লছমন দাস মিত্তলের আগে ভারতের প্রবীণতম ধনকুবের ছিলেন মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান কেশব মহিন্দ্রা৷ গত বছর ৯৯ বছর বয়সে তিনি প্রয়াত হন। ট্র্যাক্টর নির্মাণকারী সংস্থা সোনালিকা ট্র্যাক্টর্স-এর প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান লছমন দাস মিত্তল। এই ব্যবসায়ীর প্রথম জীবনের কথা অনেকের কাছেই অজানা। পঞ্জাবের হোসিয়ারপুরে ১৯৩১ সালে জন্ম লছমন দাস মিত্তলের।
আরোও পড়ুন : ফিক্সড ডিপোজিট অতীত! সেভিংস অ্যাকাউন্টে বন্ধন ব্যাংক দিচ্ছে ৮.০৫% পর্যন্ত সুদ
তিনি উর্দুতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে। একটা সময় তিনি এলআইসির এজেন্ট হিসেবেও কাজ করেছেন। একবার তিনি মারুতির ডিলারশিপের জন্য আবেদন করেন। সেই আবেদন খারিজ হয়ে যায়। এরপর তিনি সিদ্ধান্ত নেন নিজের ব্যবসা শুরু করার। ইন্টারন্যাশনাল ট্র্যাক্টর্স লিমি়টেড নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেন মিত্তল।
এরপর ৬০ বছর বয়সে ১৯৯০ সালে তিনি বাজারে আনেন সোনালিকা ট্র্যাক্টর্স।বর্তমানে সোনালিকা ট্র্যাক্টর্স ব্যবসা করছে বিশ্বের প্রায় ১২০টি দেশে। তাদের নিজস্ব কারখানা রয়েছে বিশ্বের পাঁচটি দেশে। বর্তমানে বয়সের কারণে লছমন প্রত্যক্ষভাবে আর যুক্ত থাকতে পারেন না ব্যবসার সাথে। তাঁর ছেলে ও নাতিরা সামলাচ্ছেন ব্যবসা।