ফের আক্রান্ত জঙ্গি নেতা! মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন হাফিজ সইদ? তোলপাড় পাকিস্তানে

Published On:

বাংলা হান্ট ডেস্ক : বিগত কয়েক বছর ধরেই কিছু অজ্ঞাত পরিচয় বন্দুকধারীথের নিশানায় রয়েছে ভারত বিরোধী সন্ত্রাসীরা। একাধিকবার ভারতের ‘শত্রু’ তথা জঙ্গিদের হত্যার খবর এসেছে পড়শি দেশ পাকিস্তান (Pakistan) থেকে। সেই মৃত্যু মিছিলে রয়েছে একাধিক বড় বড় জঙ্গি নেতার নাম। যদিও এই হত্যারহস্যের কে বা কারা রয়েছে তা এখনও স্পষ্ট নয়। আর এবার খবর, মুম্বাই হামলার মূলচক্রী হাফিজ সইদও (Hafiz Saeed) মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

ভারতের মোস্ট ওয়ান্টেড লিস্টের একদম প্রথম দিকেই রয়েছে হাফিজ সইদের নাম। একাধিক মামলায় তাকে মোট ৭৮ বছরের সাজা শুনিয়েছে আদালত। কিছুদিন আগেই রাষ্ট্রসংঘ একটি অফিশিয়াল বিবৃতিতে এই খবর সামনে আনে। সেখানে জানানো হয়েছিল যে, ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি থেকেই জেল খাটছে হাফিজ।

২০০৮ সালেই হাফিজ সইদকে ‘আন্তর্জাতিক জঙ্গি’ হিসাবে ঘোষণা করে রাষ্ট্রপুঞ্জ। মুম্বাই হামলার পর থেকেই ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকাতেও জায়গা করে নিয়েছিল হাফিজ। ‘র’ থেকে শুরু করে ‘ইন্টারপোল’ অবধি হাফিজের পেছনে পড়ে ছিল। তবে কিছুতেই হাফিজের সন্ধান পাওয়া যায়নি। আমেরিকা তো আবার লস্কর-ই-তইবার (Lashkar-E-Taiba) প্রতিষ্ঠাতা, হাফিজের মাথার দাম হিসেবে এক কোটি ডলার ধার্য করেছে।

আরও পড়ুন : পাক ব্রিগেডের উপর ভরসা নেই! T20 বিশ্বকাপ জিততে ‘সেনা’র দ্বারস্থ PCB, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

তবে পরে শোনা যায়, ২০২০ সালের ১২ ফেব্রুয়ারি থেকে পাকিস্তানে সাজা কাটছে হাফিজ সইদ। আর এবার খবর, তিনি নাকি গুরুতর অসুস্থ। জেলের মধ্যেই নাকি বিষপ্রয়োগ করা হয়েছে তার শরীরে। যদিও এই খবরের কোনও পোক্তা প্রমাণ নেই, তবে গোপন সূত্রে জানা যাচ্ছে, সঙ্কটজনক অবস্থায় ICU তে ভর্তি রয়েছেন হাফিজ। নিরাপত্তার জন্য নাকি হাসপাতালের বাইরে মোতায়েন করা হয়েছে সশস্ত্র বাহিনী।

Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X