হাতে করেই ছোঁড়া যাবে ক্ষেপণাস্ত্র! নিমেষে ধ্বংস হবে শত্রুবিমান, রাশিয়ার ইগলা-এস দিয়েই বাজিমাত ভারতের

বাংলা হান্ট ডেস্ক: ভারতকে (India) সামরিক দিক থেকে শক্তিশালী করে তোলার লক্ষ্যে বর্তমান সময়ে একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি আমদানি করা হচ্ছে অত্যাধুনিক যুদ্ধজাহাজ থেকে শুরু করে অস্ত্রশস্ত্র। এদিকে, কূটনৈতিক মহলে রাশিয়ার (Russia) সঙ্গে ভারতের বন্ধুত্বের কথা সর্বজনবিদিত। শুধু তাই নয়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে যখন আমেরিকা সহ পশ্চিমী দেশগুলির মস্কোর সাথে সম্পর্কে চিড় ধরে তখনও পুতিনের দেশের সাথে বাণিজ্য চালিয়ে যায় ভারত।

তবে, এবার ভারতের অস্ত্রভান্ডার মজবুত করতে স্বল্পপাল্লার বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠাল রাশিয়া। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, গত বছরের শেষের দিকে ভারতের তরফে রাশিয়ার সঙ্গে নতুন অস্ত্র-চুক্তি সম্পন্ন হয়। ওই চুক্তি অনুযায়ী, রাশিয়া ভারতকে পাঠিয়েছে নতুন অস্ত্র ইগলা-এস। ইতিমধ্যেই প্রথম দফায় ভারতীয় সেনার কাছে এসে পৌঁছেছে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, মোট ২৪ টি ইগলা-এস এসেছে ভারতে। এর পাশাপাশি সেগুলির সঙ্গে ব্যবহারের জন্য এসেছে ১০০ টি ক্ষেপণাস্ত্রও।

India's strength increased through Russia's Igla-S.

ইগলা-এস: জানিয়ে রাখি যে, ইগলা-এস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী একটি ক্ষেপণাস্ত্র। আশির দশকে আফগানিস্তান যুদ্ধে সোভিয়েত যুদ্ধবিমান ধ্বংস করার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ভূমিকা গ্রহণ করেছিল আমেরিকার তৈরি স্ট্রিংগার ক্ষেপণাস্ত্র। তবে, তারই রুশ সংস্করণ হল এই ইগলা-এস ক্ষেপণাস্ত্র। যদিও, বর্তমানে আমদানি করলেও এই ক্ষেপণাস্ত্রটি নির্মাণকারী সংস্থার লাইসেন্স নিয়ে পরবর্তীকালে নিজেরাই তৈরি করবে ভারত।

আরও পড়ুন: এবার হবে আসল অ্যাকশন! “ড্রাগন বধে” রাশিয়া থেকে আসছে তুশীল-তমাল, সমুদ্রে দাপট দেখাবে ভারত

এই ক্ষেপণাস্ত্রের বেশ কয়েকটি বড় সুবিধে রয়েছে। যার মধ্যে অন্যতম হল, এটি নিক্ষেপের ক্ষেত্রে রয়েছে বিশেষ সুবিধা। ইগলা-এস ক্ষেপণাস্ত্র প্রশিক্ষণপ্রাপ্ত একজন সৈনিক কাঁধে নিয়ে ছুঁড়তে পারবেন। অর্থাৎ, এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জন্য কোনো স্থায়ী লঞ্চ প্যাড বা লঞ্চ ভেহিক্যালের প্রয়োজন হয় না। পাশাপাশি, বিশেষজ্ঞদের মতে, ইগলা-এসে ব্যবহার করা পাঁচ ফুট দৈর্ঘ্যের ক্ষেপণাস্ত্র শত্রুপক্ষের যুদ্ধবিমান নিমেষে ধ্বংস করতে সক্ষম। এদিকে আমরা যদি এই ক্ষেপণাস্ত্রের রেঞ্জের বিষয়টি দেখি সেক্ষেত্রে এটি হল ৫০০ মিটার থেকে ৬ কিলোমিটার। এমতাবস্থায়, শত্রুপক্ষের হেলিকপ্টার অথবা নিচ দিয়ে ওরা যুদ্ধবিমানকে থার্মাল সেন্সরের মাধ্যমে খুঁজে নিয়ে ধ্বংস করতে সক্ষম এই রুশ ক্ষেপণাস্ত্র।

আরও পড়ুন: দিতে হবেনা পরীক্ষা! ইন্টারভিউর মাধ্যমে Axis Bank-এ নিয়োগ, এভাবে করুন আবেদন

জানিয়ে রাখি, অতীতেও ইগলা-এস ক্ষেপণাস্ত্র রাশিয়া থেকে ভারতে এসেছিল। ২০২১ সালের ডিসেম্বর মাস নাগাদ ভারতীয় সেনার জন্য সীমিত সংখ্যায় ইগলা-এস ক্ষেপণাস্ত্র কেনা হয়েছিল। এমতাবস্থায়, এই ক্ষেপণাস্ত্র ভারতের সশস্ত্র বাহিনীর তিন শাখাতেই ব্যবহার করা হয়। পাশাপাশি, ভারতীয় সেনার তরফে চিন এবং পাকিস্তানের সীমান্তবর্তী দুর্গম এলাকায় ইগলা-এস ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। উল্লেখ্য যে, ইগলা-এস-এ রয়েছে একটিমাত্র ক্ষেপণাস্ত্র। যেটিতে ব্যবহার করা হয়েছে ৯ এম ৩৪২ ক্ষেপণাস্ত্র। বিশেষজ্ঞরা দাবি করেছেন যে, শত্রুপক্ষকে ভয় ধরাতে একাই একশো এই দুর্ধর্ষ ক্ষেপণাস্ত্র।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর