বাংলা হান্ট ডেস্ক : চলছে IPL 2024। আর এই আইপিএল শেষ হলেই শুরু হয়ে যাবে T20 World Cup। বিশ্বকাপ শুরু হবে আমেরিকা এবং কানাডার ম্যাচ দিয়ে, যা অনুষ্ঠিত হবে 2 জুন। এরপর ভারতের ম্যাচ রয়েছে 5 জুন। ভারত সেদিন খেলবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। এখন আইপিএলে যারা ভালো খেলবেন তাদের সুযোগ দেওয়া যেত T20 বিশ্বকাপে, কিন্তু সেই পথে রয়েছে বড় বাধা।
আইপিএল শেষ হলে বেশ কিছু তরুণ তুর্কি যোগ দিতে পারতেন ভারতীয় দলে। কিন্তু না, তার আগেই যে দল ঘোষণা করতে হবে। 1 মের আগে দল জানিয়ে দিতে হবে, এমনটাই নিয়ম করে দিয়েছে আইসিসি। অন্যদিকে আইপিএলের ফাইনাল ম্যাচ রয়েছে 26মে। তার আগেই বিশ্বকাপের দল ঘোষণা করতে হবে। যদিও দলে পরিবর্তন করতে চাইলে তা করা যাবে আগামী 25 মে অবধি।
দলের খেলোয়াড় চোট পেলে তবেই 25 মে পর্যন্ত দলে বদল করা যাবে। আগামী 1 মে দল ঘোষণা করে দেওয়া হবে। অনেকেই অবশ্য বলছেন যে, এপ্রিলের শেষেও দল ঘোষণা করতে পারে বোর্ড। তবে এই দল নিয়ে রয়েছে নানান জল্পনা, যেমন কোহলিকে দলে সুযোগ দেওয়া যাবে কিনা। যদিও কোহলি যে ফর্মে রয়েছেন তাতে তাকে বাদ দেওয়া দুষ্কর।
আরও পড়ুন : বিরাট, রোহিতও ফেল! রাসেল জানালেন তার পছন্দের তারকার নাম, মহানক্ষত্রকে বেনজির শ্রদ্ধা
কোহলি ইতিমধ্যেই আইপিএলে দুইখানা 50 এবং একটি 100 করেছেন। তবে সমস্যায় রয়েছে তার স্ট্রাইক রেট নিয়ে। আবার ঋষভ পন্থকে নিয়েও জল্পনা রয়েছে। সেই যে একবার গাড়ি দুর্ঘটনা হয়েছিল তার, তারপর তিনি ফিরেছেন আইপিএল দলে। ভালই খেলছেন পন্থ, এমনকি উইকেটকিপিংও করছেন। এখন দেখার বোর্ড তাকে T20 বিশ্বকাপের দলে রাখে কিনা।