বাংলা হান্ট ডেস্কঃ ভোট ময়দানে সন্দেশখালির প্রতিবাদী গৃহবধূ। চব্বিশের লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকে রেখা পাত্রকে (Rekha Patra) দাঁড় করিয়েছে বিজেপি (BJP) শিবির। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কয়েকদিন আগে ফোন করেছিলেন তাঁকে। রেখাকে ‘শক্তি স্বরূপা’ আখ্যা দেওয়ার পাশাপাশি প্রচারের বেশ কিছু টিপস দেন বলে খবর। রোদ-বৃষ্টির মাঝেই এলাকায় ঘুরে ঘুরে প্রচার চালাচ্ছেন তিনি। সেই প্রচারে বেরিয়েই এবার অসুস্থ হয়ে পড়লেন বিজেপি নেত্রী।
কয়েকদিন আগেও প্রচারে (Election Campaign) বেরিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন রেখা। সেবার তাঁকে কল্যাণী এইমসে ভর্তি করা হয়। পরে সুস্থ বোধ করায় তাঁকে ছেড়ে দেওয়া হয়। এবার ফের প্রচারে বেরিয়ে অসুস্থ হয়ে পড়লেন তিনি। অক্সিজেন মাস্ক লাগিয়ে বিজেপি প্রার্থীকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
বুধবার সকালে বসিরহাটের (Basirhat) হিঙ্গলগঞ্জের দুলদুলি এলাকায় প্রচার করতে গিয়েছিলেন রেখা। স্থানীয় মানুষজনের সঙ্গে কথা বলছিলেন তিনি। আচমকাই মাথা ঘুরে যায় পদ্ম প্রার্থীর (Basirhat BJP Candidate)। চোখের সামনে অন্ধকার হয়ে আসে। কার্যত জ্ঞান হারানোর মতো অবস্থা দেখে তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যান দলীয় কর্মীরা।
আরও পড়ুনঃ শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে বিরাট রায়! হাই কোর্টের এক নির্দেশে রাতের ঘুম উড়ল শিক্ষকদের!
এদিন স্যান্ডেল বিল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় রেখাকে। অক্সিজেন দেওয়ার পর কিছুটা সুস্থ বোধ করেন তিনি। জানা যাচ্ছে, উচ্চ রক্তচাপের কারণে আচমকা অসুস্থ হয়ে পড়েছিলেন বসিরহাটের বিজেপি প্রার্থী। এখন শারীরিক অবস্থা খানিক স্থিতিশীল হলেও, উচ্চ রক্তচাপের কারণেই রেখা বারবার অসুস্থ হয়ে পড়ছেন বলে খবর।
অন্যদিকে বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামকেও হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। জ্বরের উপসর্গ নিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। আইসিইউ-তে রাখা হয়েছিল জোড়াফুল প্রার্থীকে। তবে পরবর্তীকালে জানা যায় নিউমোনিয়ায় আক্রান্ত তিনি। হাজি নুরুল ইসলামের ফুসফুসের ডানদিকে সংক্রমণও ধরা পড়েছে বলে খবর।