কেউ ‘ওয়াই’, কেউ ‘জেড’! জানেন অর্জুন, অভিজিতকে নিরাপত্তা দিতে কত লক্ষ খরচ হচ্ছে?

বাংলা হান্ট ডেস্কঃ দুয়ারে লোকসভা ভোট। হাতে মাত্র কয়েকদিন সময়। বর্তমানে শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সকল রাজনৈতিক দল। শাসক থেকে বিরোধী, সব শিবিরেই প্রস্তুতি তুঙ্গে। ২০২৪ লোকসভা নির্বাচনে বাংলায় চর্চার শিরোনামে থাকা অন্যতম দুটি নাম হল কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly Former Justice of Calcutta High Court) ও দলবদলু অর্জুন সিং (Arjun Singh)। বিজেপির হেভিওয়েট প্রার্থীদের মধ্যে প্রথমের দিকে তাদের নাম।

সম্প্রতি এই দুই নেতার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে কেন্দ্রের বিজেপি সরকার (Central Government)। টপ লেভেলের সুরক্ষা দেওয়া হচ্ছে অভিজিৎ, অর্জুনদের। যা নিয়ে রীতিমতো চৰ্চাও শুরু হয়েছে। সদ্য বিচারপতির আসন ত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তমলুক আসন থেকে বিজেপির প্রার্থী হয়েছেন তিনি। ওদিকে একেবারে শেষলগ্নে তৃণমূলের থেকে টিকিট না পেয়ে ফের বিজেপিতে ফিরে এসেছেন ব্যারাকপুরের বিদায়ী সাংসদ, হেভিওয়েট বিজেপি প্রার্থী অর্জুন সিং এর।

   

লোকসভা ভোটের আগে বাংলার এই দুই বিজেপি নেতার জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছে গেরুয়া শিবির। কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়কে দেওয়া হয়েছে ‘ওয়াই’ ক্যাটেগরির সুরক্ষা। কেন্দ্রের তরফে এর থেকেও উচ্চমানের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ব্যারাকপুরের বিজেপি ক্যান্ডিডেটের জন্য।

arjun abhijit

আরও পড়ুন: আসানসোলে বিরাট চমক বিজেপির! এই হেভিওয়েট নেতাকে দাঁড় করালো পদ্ম-শিবির, চাপে শত্রুঘ্ন?

জানিয়ে রাখি, অর্জুন সিং-কে দেওয়া হয়েছে ‘জেড’ ক্যাটেগরির সুরক্ষা। উল্লেখ্য, সাধারণত দেশের মন্ত্রীরা এই সুরক্ষা পেয়ে থাকেন। জ়েড ক্যাটেগরিতে থাকেন মোট ২২ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। সাথে থাকেন ৪-৬ জন সিআরপিএফ বা সিআইএসএফ কমান্ডো এবং পুলিশকর্মীরা। একটি হবে বুলেট প্রুফ সহ সুরক্ষা বলয়ে থাকবে অন্তত পাঁচটি গাড়ির কনভয়। যার মধ্যে একটি হবে বুলেট প্রুফ। এবার যদি আসি খরচের দিকে তাই অর্জুনকে এই ধরনের সুরক্ষা দিতে প্রতি মাসে কেন্দ্রের কমপক্ষে ১৫-২৫ লক্ষ টাকা পর্যন্ত খরচ হবে।

অর্জুনের থেকে কিছুটা পিছিয়ে থাকলেও অভিজিতের নিরাপত্তাও কিছু কম নয়। তার ‘ওয়াই’ ক্যাটেগরির নিরাপত্তা ব্যবস্থায় তার সঙ্গে দু’জন কমান্ডো থাকবেন। থাকবেন আট জন জওয়ান। থাকবে অন্তত দু’টি গাড়ির কনভয়। এই ধরনের সুরক্ষা দিতে প্রতি মাসে কেন্দ্রের কমপক্ষে ১২-১৫ লক্ষ টাকা পর্যন্ত খরচ হবে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর