জানেন কি ঠিক কি কারণে ফণীর তান্ডব থেকে রেহাই পেল কলকাতা !

বাংলা হান্ট ডেস্ক : উড়িষ্যায় নিজের তান্ডব লীলা দেখানোর পর আজ ভোর রাতে কলকাতায় ঢোকার কথা ছিল শক্তিশালী ঘূর্ণিঝড় ফণির। সমগ্র কলকাতাবাসী আগের থেকেই তৈরি হয়েছিল ভোররাতের ফণীর তাণ্ডবের সাক্ষী থাকার জন্য। কিন্তু সকালে উঠে অন্য ছবি! আকাশ মেঘলা থাকলেও ঝড় বৃষ্টির কোন চিহ্ন নেই অর্থাৎ ফণীর আশঙ্কা কেটে গিয়েছে। তাহলে জেনে নিন এমনটা কেন হয়েছে।

আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, এখানকার ভূমিভাগে ছিল অতিরিক্ত জলীয়বাষ্প। যার ফলে অতিমাত্রায় তাপ উৎপন্ন হয়েছিল। তাই এখানে নিজের সর্বশক্তি নিয়ে ঢুকতে পারেনি ঘূর্ণিঝড় ফণী।তাই কোন ক্ষতি হয়নি তিলোত্তমার। ফণী তার শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানা গিয়েছে।

abd69 fani at kolkataআপতত বাংলাদেশমুখী ঘূর্ণিঝড় ফণী।

সম্পর্কিত খবর