এবারে হবে আসল যুদ্ধ! রতন টাটাকে টক্কর দিতে একসাথে মাঠে নামছেন আম্বানি-মাস্ক, প্রকাশ্যে পরিকল্পনা

বাংলা হান্ট ডেস্ক: টাটা মোটরস (Tata Motors) বর্তমানে ভারতের (India) দ্রুত বর্ধনশীল বৈদ্যুতিক গাড়ির (Electric Vehicles) বাজারে আধিপত্য বিস্তার করছে। তবে এই সংস্থাটি শীঘ্রই কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হতে পারে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, ইলন মাস্কের (Elon Musk) কোম্পানি টেসলা (Tesla) ভারতে (India) EV তৈরির জন্য একটি জয়েন্ট ভেঞ্চার গঠনের পরিকল্পনা করছে।

এজন্য মুকেশ আম্বানির (Mukesh Ambani) রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সঙ্গে কথাবার্তা চলছে বলেও জানা গিয়েছে। সম্প্রতি এমন খবর সামনে এসেছে যে টেসলা তার জার্মান প্ল্যান্টে ভারতীয় বাজারের জন্য গাড়ি তৈরি শুরু করেছে। এছাড়াও, কোম্পানি ভারতে প্ল্যান্ট স্থাপনের জন্য একাধিক রাজ্যে উপযুক্ত অবস্থান খুঁজছে।

netherlands us economy auto tesla

সূত্রকে উদ্ধৃত করে হিন্দু-বিজনেসলাইনের এক রিপোর্টে দাবি করা হয়েছে যে, এক মাসেরও বেশি সময় ধরে টেসলা ও রিলায়েন্সের মধ্যে আলোচনা চলছে। এই আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। একটি সূত্র জানিয়েছে যে, রিলায়েন্সের ভূমিকা এখনও চূড়ান্ত করা হয়নি। তবে, এটি টেসলার জন্য একটি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টেএবং এর সাথে সম্পর্কিত ইকোসিস্টেম তৈরি করবে বলে আশা করা হচ্ছে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, টেসলাকে কারখানা তৈরির জন্য আকর্ষণীয় প্রস্তাব দিয়েছে মহারাষ্ট্র ও গুজরাট। তেলেঙ্গানা সরকারের সঙ্গেও আলোচনা চলছে। ওই প্ল্যান্টে দুই থেকে তিন বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। এর সাহায্যে টেসলার গাড়ি তৈরি হবে ভারতীয় বাজার এবং বিদেশের জন্য।

আরও পড়ুন: Jio-Airtel-এর দিন শেষ! 5G পরিষেবায় এন্ট্রি নিতে চলেছে BSNL, বসবে ৩,৫০০ টাওয়ার

টাটার সাথে প্রতিযোগিতা: উল্লেখ্য যে, ভারত সরকার সম্প্রতি তার নতুন EV পলিসি প্রকাশ করেছে। যেখানে EV-র আমদানি শুল্ক কমানোর প্রস্তাব করা হয়েছিল। এটি টেসলার মতো সংস্থাগুলির জন্য ভারতের দরজা খুলে দিয়েছে। ২০২৩ সালে, হাইড্রোজেনে চলমান দেশের প্রথম হেভি-ডিউটি ট্রাক চালু করতে রিলায়েন্স অশোক লেল্যান্ডের সাথে হাত মিলিয়েছিল। সংস্থাটি EV-গুলির জন্য রিমুভ্যাল এবং সোয়াপেবল ব্যাটারি তৈরি করার পরিকল্পনা করেছে। উল্লেখ্য যে, ভারতের EV বাজার এখনও ছোট কিন্তু তা দ্রুত বাড়ছে।

আরও পড়ুন: ভরসা সেই টাটাই! মহাকাশে চলবে ভারতের নজরদারি, উৎক্ষেপণ হল দেশের প্রথম প্রাইভেট স্যাটেলাইট

জানিয়ে রাখি যে, ২০২৩ সালে ভারতের মোট গাড়ি বিক্রির নিরিখে EV-র অংশ ছিল মাত্র ২ শতাংশ। যা ২০৩০ সালের মধ্যে ৩০ শতাংশে পৌঁছনোর লক্ষ্যমাত্রা রয়েছে। বর্তমানে, টাটা গ্রুপের কোম্পানি টাটা মোটরস ভারতীয় EV বাজারে আধিপত্য বিস্তার করছে। জানুয়ারিতে ভিয়েতনামের কোম্পানি ভিনফাস্ট ভারতের বাজারে দুই বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা করেছিল। এমতাবস্থায়, সংস্থাটি তামিলনাড়ুতে একটি EV কারখানা তৈরির কাজ শুরু করেছে। এর মানে হল যে আগামী দিনে টাটা মোটরস একাধিক বিদেশি কোম্পানির কাছ থেকে কঠিন প্রতিযোগিতার মুখোমুখি হতে পারে। পাশাপাশি, চিনের সবচেয়ে বড় ইভি কোম্পানি BYD-ও ভারতে তাদের গাড়ি লঞ্চ করেছে।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর