বাংলা হান্ট ডেস্ক: বেশ কিছু বছর ধরে ভারত ভারত জইশ-ই-মহম্মদ মাসুদ আজহার কে সন্ত্রাসবাদী প্রমান করতে চাইলেও তা পারেনি।
গত পয়লা মে মাসুদকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে তালিকাভুক্ত করলে ভারতে শোরগোল পড়ে যায়।
পাকিস্তানের বহুল প্রচারিত পত্রিকা ‘দ্যা ডন’ এদিন একটি বিস্ফোরক সম্পাদকীয় প্রকাশ করেন। উপসম্পাদকীয় দিতে বলা হয়েছে পাঞ্জাব তালিবান নামক যে জিহাদী সংগঠন রয়েছে তার মূলে রয়েছে জইশ-ই-মহম্মদের সাগরেদরা।
ও সম্পাদক কি অতীতে স্বীকার করা হয়েছে যে ২০০২ সালে পাকিস্তান জইশ-ই-মহম্মদ কে নিষিদ্ধ করলেও আজহার কার্যত একজন ‘স্বাধীন মানুষ’।