বাংলাহান্ট ডেস্ক: হরিয়ানার মহেন্দ্রগড়ে মর্মান্তিক স্কুল বাস দুর্ঘটনা। বাস উল্টে মৃত্যু হল পাঁচ শিশুর। এই দুর্ঘটনায় আহত হয়েছে ১৫ জনেরও বেশি। তাদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। এই দুর্ঘটনাটি ঘটেছে কানিনা শহরের উনহানি গ্রামের কাছে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মাঝ রাস্তায় উল্টে যায়। আতঙ্কিত শিশুরা বাসের মধ্যেই চিৎকার করতে শুরু করে।
বাস উল্টে গেলে স্থানীয় মানুষজন ও পথচারীরা উদ্ধারকার্যে হাত লাগান। বাসের ভেতর থেকে উদ্ধার করেন শিশুদের। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে উপস্থিত হন প্রচুর সংখ্যক গ্রামবাসী। তারপর সেখানে আসতে শুরু করেন পড়ুয়াদের অভিভাবকেরা। খবর পাওয়া মাত্রই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছায়।
আরোও পড়ুন : ‘CBI তদন্ত হলে খুব ভালো হবে’! সন্দেশখালি কাণ্ডে হাই কোর্টের রায়কে স্বাগত খোদ শাহজাহানের!
তারপর আহত শিশুদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। জানা যাচ্ছে এই ঘটনায় বেশকিছু শিশুর অবস্থা আশঙ্কাজনক। তাদের স্থানান্তরিত করা হয়েছে রেওয়ারীতে। আজ সকালের এই বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পাঁচ শিশুর। ১৫ জনেরও বেশি শিশু আহত হয়েছে। অনেকেই বলছেন ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। বাসচালক অত্যন্ত দ্রুত গতিতে বাস চালাচ্ছিলেন।
অন্য গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মাঝ রাস্তায় উল্টে যায়। পুলিশ আধিকারিকেরা জানিয়েছেন, কানিনা শহরে জিএলপি নামের একটি বেসরকারি স্কুলের বাস এটি। ঈদের ছুটি থাকা সত্ত্বেও কেন আজ স্কুল খোলা ছিল সেই বিষয়টিও খতিয়ে দেখা হবে। অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।