নিজস্ব সংবাদদাতা , কালনা,পূর্ব বর্ধমানঃ ফণী ঝড়ের মধ্যে ঘরের মধ্যে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কালনায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। মৃতের নাম অশোক পাশওয়ান(৩৭)।
কালনা থানার বড় মিত্র পাড়ার বাসিন্দা। পেশায় রিক্সা চালক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগিয়েছে, ওই ব্যক্তির মাটির বাড়ি। শুক্রবার সন্ধ্যায় সেই ঘরের মধ্যেই অচৈতন্য অবস্থায় পড়েছিলেন ওই ব্যক্তি। তাঁকে কালনা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মৃতের জামাই বাবু সঞ্জিব দাস
জানান, ওই সময় ঘরে বিদ্যুৎ পৃষ্ট হুয়েই তাঁর মৃত্যু হয়েছে। তাঁর হাতে একটি বিদ্যুতের তাঁর লেগেছিল।