বাংলা হান্ট ডেস্কঃ সপ্তাহের সাতদিনই কোনও না কোনও কারণে সংবাদের শিরোনামে উঠে আসেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। কখনও বিতর্কিত কোনও মন্তব্য করে, কখনও আবার বিরোধীদের নিশানা করে চর্চার কেন্দ্রে চলে আসেন এই বিজেপি (BJP) নেতা। ঈদের দিন যেমন ফের একটি চমক দিলেন তিনি। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের (TMC) মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিতে দেখা গেল তাঁকে।
আসন্ন লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকে দিলীপকে দাঁড় করিয়েছে বিজেপি। প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পর থেকেই জোরকদমে প্রচার চালাচ্ছেন তিনি। রোজ সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে জনসংযোগ করতে দেখা যায় তাঁকে। বৃহস্পতিবারও এর অন্যথা হয়নি। প্রাতঃভ্রমণের কর্মসূচি সেরে পূর্ব বর্ধমানের ভাতাড়ে যাচ্ছিলেন বিজেপি নেতা। তখনই তৃণমূলের একটি অনুষ্ঠানে ঢুকে পড়েন তিনি।
ঈদ উপলক্ষ্যে তৃণমূলের দলীয় কার্যালয়ে জলসত্রের আয়োজন করা হয়েছিল। সেখানে তখন উপস্থিত ছিলেন বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান তথা বর্ধমান ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কাকলি তা। তখনই শাসক দলের এই অনুষ্ঠানে ঢুকে পড়েন দিলীপ। মাইক হাতে বক্তৃতাও দিতে দেখা যায় তাঁকে।
আরও পড়ুনঃ সাবান লাগানো অতীত! এবার সোজা ভোটারের রান্নাঘরে ‘হানা’ হিরণের, কী পদ রাঁধলেন বিজেপি প্রার্থী?
অনুষ্ঠানে ঢুকে মাইক হাতে প্রথমেই সকলকে ঈদের শুভেচ্ছা জানান বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী। মিনিট পাঁচেক সেখানে ছিলেন দিলীপ। এরপর নিজের গন্তব্যের উদ্দেশে রওনা দেন। এই প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে বিজেপি নেতা জানান, তাঁকে ডাকা হয়েছিল, সেই কারণে তিনি সেখানে গিয়েছিলেন। সকলকে শুভেচ্ছা জানান, সম্প্রীতির বার্তা দিয়ে সেখান থেকে বেরিয়ে আসেন।
দিলীপ বলেন, ‘ওনারা আমায় ডাকেন। আমায় শরবত খেতে দেন। আমায় বসতে বলেন। আমি ওনাদের ক্যাম্পে গিয়ে বসি। কোলাকুলি করি, সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করি। মাইকে ভাষণ দিয়ে সম্প্রীতি-ভালোবাসার ঈদ, নীল, গাজন, বাংলা নববর্ষ, রাম নবমী আসার কথা বলি। সব অনুষ্ঠান যাতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পালিত হয় সেই বার্তা দিই’।
বর্ধমান ১ ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি মানস ভট্টাচার্য আবার বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। জলসত্র অনুষ্ঠানে পথচলতি মানুষকে শরবত খাওয়ানো হচ্ছিল। সেই সময় সেখান থেকে দিলীপ ঘোষ যাচ্ছিলেন। ওনাকে ডেকে আমরা শরবত দিই। উনি গাড়ি থেকে নেমে এসে মঞ্চে গিয়ে সকলকে ধন্যবাদ জানান। আমরা সৌজন্যে বিশ্বাসী, বলেন তৃণমূল নেতা।