বাংলা হান্ট ডেস্ক: দেশের (India) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ২০৪৭ সালের মধ্যে দেশের উন্নয়নের জন্য সর্বত্র স্লোগান দিচ্ছেন। কিন্তু সামগ্রিকভাবে দেখলে রাজ্যের উন্নয়ন না হলে দেশ উন্নত হতে পারে না। এমতাবস্থায়, এখন এমন পরিসংখ্যান সামনে এসেছে যেটি থেকে স্পষ্ট হয়ে গিয়েছে ভারতের কোন কোন রাজ্যগুলি প্রত্যক্ষভাবে দেশের উন্নতিতে সাহায্য করবে। ইন্ডিয়া রেটিং-এর সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, দেশের ৮ টি রাজ্যের অর্থনীতি ২০৪৭ সাল নাগাদ ১ ট্রিলিয়ন হবে বলে অনুমান করা হয়েছে।
হ্যাঁ, প্রথমে বিষয়টি শুনে অবাক হলেও এটা কিন্তু একদমই সত্যি। এই ৮ টি রাজ্যের তালিকায় রয়েছে উত্তরপ্রদেশ, কর্ণাটক, গুজরাট এবং মহারাষ্ট্রের মতো রাজ্যগুলি। ফেব্রুয়ারি মাসে, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছিলেন যে, ২০৪৭ সালের মধ্যে দেশের অর্থনীতি ৩৫ ট্রিলিয়ন ডলার হতে পারে।
সেই ৮ টি রাজ্য কোনগুলি: ইন্ডিয়া রেটিং অ্যান্ড রিসার্চ (ইন্ড-রা) গত সোমবার তাদের রিপোর্টে বলেছে যে, এখন যখন আমাদের দেশ ২০৪৭ অর্থবর্ষের মধ্যে বিকশিত ভারত হওয়ার দিকে এগিয়ে চলেছে সেই আবহে দেশের ৮ টি রাজ্যের GDP ১ ট্রিলিয়ন ডলারের বেশি হবে বলে অনুমান করা হয়েছে। এই দেশীয় রেটিং এজেন্সি বলেছে যে, অনুমান অনুসারে, মহারাষ্ট্র, কর্ণাটক এবং গুজরাট ২৮ টি রাজ্যের মধ্যে প্রথম রাজ্য হবে যারা ১ ট্রিলিয়ন ডলারের স্তর অর্জন করবে এবং এটি ২০৩৯ সালের অর্থবর্ষে ঘটবে। আরও জানানো হয়েছে যে, মহারাষ্ট্র হবে প্রথম রাষ্ট্র। যেটি ১ ট্রিলিয়ন ডলারের চিহ্ন স্পর্শ করবে তারপরে রয়েছে কর্ণাটক, গুজরাট এবং তামিলনাড়ু। এদিকে, উত্তরপ্রদেশ ২০৪২-এর অর্থবর্ষের মধ্যে এই লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবে।
আরও পড়ুন: ভারত-মলদ্বীপ বিতর্কের আবহেই মোদীর মাস্টারস্ট্রোক! মুইজ্জুকে পাঠালেন “বিশেষ বার্তা”, জানালেন….
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, মহারাষ্ট্র ২০২৮ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে। তারপরে উত্তরপ্রদেশ এবং তামিলনাড়ু ২০৩০ সালের মধ্যে ও ২০৩২ সালের মধ্যে কর্ণাটক এই লক্ষ্যমাত্রা পূরণের দাবি করেছে। উল্লেখ্য যে, ২০২৩ সালের অর্থবর্ষে, কর্ণাটক উত্তরপ্রদেশকে সরিয়ে তৃতীয় বৃহত্তম স্টেট ইকোনমি হিসেবে বিবেচিত হচ্ছে।
আরও পড়ুন: এরাই হলেন ভারতীয় ক্রিকেট টিমে “সীতা” আর “গীতা”, বড় তথ্য ফাঁস করলেন স্বয়ং কোহলি
মাথাপিছু আয় নিয়ে প্রশ্ন: জানিয়ে রাখি যে, ভারত ২০২৮ অর্থবর্ষের মধ্যে ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছনোর পরিকল্পনা করছে। ওই সময়ে শুধুমাত্র ৩ টি রাজ্য বর্তমান বৃদ্ধির হারে ০.৫ ট্রিলিয়নের কাছাকাছি পৌঁছবে বলে অনুমান করা হচ্ছে। তবে, রাজ্যগুলির ক্ষেত্রে মাথাপিছু আয়ের বিষয়টি প্রশ্ন তুলতে পারে। বেশিরভাগ ভারতীয় রাজ্য নিম্ন মধ্যম আয়ের গোষ্ঠীর অন্তর্গত। যেখানে মাথাপিছু আয় ১,০৮৬ ডলার থেকে ৪,২৫৫ ডলারের মধ্যে রয়েছে। এমতাবস্থায়, আগামী ১ বা ২ বছরে দেশটির GDP ৫ ট্রিলিয়ন ডলার হবে বলে ধারণা করা হচ্ছে। যেখানে ২০৩০ সালের GDP অনুমান করা হয়েছে ৭ ট্রিলিয়ন ডলার।