বাংলা হান্ট ডেস্কঃ হাতে আর মাত্র এক সপ্তাহ। আসন্ন লোকসভা নির্বাচনে নজর কাড়বে তমলুক (Tamluk) কেন্দ্র। একদিকে শাসকদলের টিকিটে লড়বেন তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya), অন্যদিকে যুযুধান প্রতিপক্ষ বিজেপির (BJP) বাজি কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। প্রার্থী ঘোষণার পর থেকেই দুই প্রার্থীর মধ্যে আক্রমণ, পাল্টা আক্রমণের পালা চলছেই। কেও কাউকে বলছে ডেপো ছোকরা, আবার উল্টো দিক থেকে কটাক্ষ ভেসে আসছে দাদু-নাতির লড়াই হবে।
দেবাংশু আগাগোড়াই ঝাঁঝালো, তরুণ রাজনীতিকদের মধ্যে চেনা মুখ। ওদিকে অভিজিৎ রাজনীতির আঙিনায় নতুন হলেও ছেড়ে দেওয়ার পাত্র একদমই নয়। বলতে গেলে তিনি জ্ঞানের ভাণ্ডার। ওদিকে সিপিএম-এর প্রার্থী কলকাতা হাইকোর্টের আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়। কে জিতবে আসন্ন লোকসভা নির্বাচনে? কার পাল্লা ভারী? তমলুকে ফুটবে পদ্ম? নাকি নিল আকাশে উড়বে সবুজ আবির?
ভোটের অবহে আভাস বুঝতে সম্প্রতি সমীক্ষা চালায় এবিপি। সি ভোটারের সমীক্ষার সেই ফল সামনে এসেছে। এই সমীক্ষা কখনই চূড়ান্ত ফলাফল সঠিকভাবে জানাতে পারে না। কখনও সমীক্ষার ফল মিলতে পারে, কখনও ফলাফল একেবারেই উল্টো হতে পারে। সমীক্ষা থেকে শুধুমাত্র জয়ী হওয়ার দৌড়ে কোন দল এগিয়ে রয়েছে, কোন দল পিছিয়ে, তার খানিক আভাস পাওয়া যায়।
আরও পড়ুন: সামনেই বাংলা দিবস! বন্ধ থাকছে স্কুল-কলেজ, অফিস-কাছারি? সরকারি ছুটি নিয়ে বড় আপডেট
আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে ভোটগ্রহণ। ফলপ্রকাশ ৪ জুন। এবারেও সাত দফায় ভোট হবে বাংলায়। এর মধ্যে আগামী ২৫ মে ষষ্ঠ দফায় ভোটগ্রহণ তমলুকে। সি ভোটার সমীক্ষা বলছে, তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য, বিজেপি-র অভিজিৎ ও সিপিএম-এর সায়ন বন্দ্যোপাধ্যায়ের মধ্যে তমলুকে সম্ভাব্য জয়ী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জয়ী হওয়ার দৌড়ে তিনি অনেকটাই এগিয়ে রয়েছেন বলে সমীক্ষায় উঠে এসেছে। তবে এ কেবল সমীক্ষা মাত্র। তমলুকে কে জিতবে আর কে হারবে তা সামনে আসবে ফলপ্রকাশের পরই।