বাংলাHunt :
গতকাল বনগাঁর বিজেপির লোকসভা কেন্দ্রের প্রার্থী শান্তনু ঠাকুরের গাড়িতে একটি পুলিশ লাগানোর স্টিকার গাড়ি এসে সজোরে ধাক্কা মাড়ে ঘটনাস্থলেই আহত হন শান্তনু ঠাকুর তার চালক। পিছনে থাকা ব্যক্তিদেরও গুরুতর চোট লাগে। শান্তনুকে সঙ্গে সঙ্গে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আজ কলকাতায় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
তার মাথায় ক্ষত চিহ্ন রয়েছে। বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাকে তৃণমূলের দুষ্কৃতীরা খুন করতে চেয়েছিল কিন্তু তার গাড়িতে সেফটি বেলুন থাকায় তিনি একটুর জন্য প্রাণে বেঁচে যান। গুরুতর চোট লেগেছে বলে দাবি করা হয়েছে চিকিৎসরা।
এই পরিপেক্ষিতে তৃণমূলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি কিন্তু মতুয়া ভক্তরা গতকাল রাস্তা অবরোধ করে, এখন দেখার বিষয় সত্যিই কোনো পরিকল্পনা ছিল হত্যার নাকি নিছকই দুর্ঘটনা। গতকাল বনগাঁ লোকসভা কেন্দ্রের ভোট এখন দেখার বিষয় ২৩মে শেষ হাসি কে হাসে। বিজেপি দাবী করছে তাদের প্রার্থীকে হত্যা ছক হয়েছিল।