ইদের অনুষ্ঠানে যাওয়াই কাল হল? ভোটের আগে মমতার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ

বাংলা হান্ট ডেস্কঃ ভোটের মুখে ফের অস্বস্তিতে তৃণমূল শিবির। দুয়ারে লোকসভা নির্বাচন। হাতে সপ্তাহখানেক সময়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ইদের অনুষ্ঠানে কেন? এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে কমিশনে নালিশ পদ্ম শিবিরের (BJP)। তবে ইদের অনুষ্ঠানে যাওয়ায় জন্যও অভিযোগ? বিজেপির দাবি, ভোটের আবহে ‘ধর্মীয় ভাবাবেগকে ভোটের কাছে লাগানোর চেষ্টা করছেন মমতা’।

প্ৰতিবছরের ন্যায় বৃহস্পতিবার ইদের অনুষ্ঠানে কলকাতার রেড রোডে মুসলিমদের নমাজ পাঠের যান মুখ্যমন্ত্রী। সঙ্গী হন অভিষেক। সেই অনুষ্ঠান মঞ্চ থেকেই মুসলিমদের শুভেচ্ছা, তাদের ধৈর্যকে কুর্নিশ জানানোর পাশাপাশি রাজনৈতিক বক্তৃতা শুরু করে দেন মমতা। বলেন, ‘তৃণমূল ছাড়া অন্য কাউকে একটাও ভোট নয়। বিজেপিকে একটা ভোট দেবেন না।’

নমাজ শেষে মঞ্চে দাঁড়িয়ে কেন্দ্রকে নিশানা করে মমতা বলেন, ‘ভোটের সময় বেছে বেছে মুসলিম নেতাদের ফোন করছে। বলছে কী চাই? ওরা ইডি-সিবিআইয়ের ভয় দেখাচ্ছে। সবাইকে ইডি-সিবিআই দিয়ে গ্রেফতার করছে এই বিজেপি।’ কেন্দ্রীয় এজেন্সি ও কেন্দ্রকে নিশানা করে মমতা বলেন, ‘এভাবে গ্রেফতার না করে আলাদা একটা জেল তৈরি করুন। ওখানে সবাইকে ঢুকিয়ে দিন’।

স্বভাবসিদ্ধভাবে এনআরসি, সিএএ নিয়েও নিজের অবস্থানে অনড় থেকে তোপ দাগেন মমতা। বলেন, ‘আমরা ঘৃণা করতে জানি না। এখানে এনআরসি, সিএএ নয়। আপনারা একজোট হয়ে থাকবেন, কেউ কিছু করতে পারবে না’। ইদের নমাজের সময় রাজনীতিক প্রচার করেছেন মমতা। এই ইস্যুতেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নালিশ।

mamata eid 2

আরও পড়ুন: রামেশ্বরম বিস্ফোরণ ইস্যুতে সরাসরি মালব্যকে নিশানা রাজ্য পুলিশের! পাল্টা কমিশনে অভিযোগ BJP-র

শুক্রবার বিজেপির প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়েছিলেন। ছিলেন শিশির বাজোরিয়া। তার দাবি, মমতা বন্দোপাধ্যায় এনআরসি, সিএএ নিয়ে একটা সম্প্রদায়ের মনে ভয় ঢোকাচ্ছেন। গায়ের জোরে সি এ এ করতে দেবেন না বলছেন। রেড রোড কি তৃণমূলের মঞ্চ ছিল না কালীঘাটের মঞ্চ ছিল? তোপ বিজেপির।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর