বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় রেল ক্রমশ বিস্তার লাভ করছে গোটা দেশ জুড়ে। মফ:স্বল পেরিয়ে গ্রাম, দেশের প্রতিটি প্রান্তে আজ রেল নেটওয়ার্ক বিস্তৃত। এবার পর্যটকদের অত্যন্ত প্রিয় জায়গা সিকিমেও পৌঁছে যাচ্ছে ভারতীয় রেলের নেটওয়ার্ক। সেবক-রংপো রেল প্রকল্পের কাজ শেষ হবে দ্রুত। তারপরেই গোটা দেশের সাথে রেলপথে যুক্ত হবে সিকিম।
সম্প্রতি একটি রিপোর্ট দাবি করেছে, উত্তরবঙ্গের সেবক থেকে রংপো পর্যন্ত রেললাইন নির্মাণের কাজ সম্পন্ন হয়ে যাবে আগামী বছরই। তারপরই এই রুটে শুরু হবে যাত্রী পরিষেবা। পরবর্তীকালে এই রেললাইন সম্প্রসারিত হবে চিন সীমান্তের নাথু লা পর্যন্ত। এমনকী দাবি করা হয়েছে এই রুটে চলতে পারে বন্দে ভারত এক্সপ্রেসও। মোট ১৪ টি টানেল থাকবে সেবক-রংপো রেললাইন প্রজেক্টে।
আরোও পড়ুন : ভোটের আগে কল্পতরু রেল! ১৫৮৬ কোটি টাকার বরাত নির্বাচনের আবহেই
তার মধ্যে দশটি টানেলের কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। আর বাকি রয়েছে চারটি টানেলের কাজ। নির্মাতারা আশা করছেন এই কাজ সম্পন্ন হয়ে যাবে আগামী এক বছর থেকে ১৬ মাসের মধ্যেই। সেবক থেকে রংপো পর্যন্ত ৪৫ কিলোমিটার দীর্ঘ রেলপথে থাকতে চলেছে পাঁচটি স্টেশন। ১৪টি টানেল, ২২টি ব্রিজ থাকবে এই রুটে। রেলপথের ৩৮ কিলোমিটার যাবে টানেলের মধ্যে দিয়ে।
আরোও পড়ুন : ভুলে যান ফিক্সড ডিপোজিট! একাধিক সুবিধা নিয়ে এবার এসে গেল গ্রীন FD, মিলবে অতিরিক্ত সুদ
আবার একটি স্টেশন থাকবে ভূগর্ভে। মেট্রোর মতো ভূগর্ভস্থ স্টেশন হতে চলেছে তিস্তাবাজার স্টেশনটি। সেবক থেকে রংপো পর্যন্ত যাত্রী পরিষেবা শুরু হলে দ্বিতীয় ধাপের কাজ শুরু হবে। জানা যাচ্ছে লাইন সম্প্রসারিত হয়ে যাবে চিন সীমান্ত পর্যন্ত। রেল কর্তৃপক্ষ জানাচ্ছে, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও গোটা বছর চালু থাকবে রেল পরিষেবা।
সূত্রের খবর, আগামী বছর আগস্ট এর মধ্যে শেষ হয়ে যাবে সেবক-রংপো রেলপথের কাজ। এই রেলপথের অধিকাংশ অংশই পাহাড়ের মধ্যে দিয়ে গেছে। পাহাড় কেটে তৈরি করা হয়েছে টানেল। উত্তরবঙ্গ থেকে টানেলের মাধ্যমে ট্রেন সোজা পৌঁছাবে সিকিম। এই ভাবেই উত্তরবঙ্গের মাধ্যমে ভারতীয় রেল মানচিত্রের সাথে যুক্ত হবে সিকিম।