চিনের বিরুদ্ধে কোমর বাঁধছে বাইডেন! জাপান, ফিলিপিন্সকে নিয়ে বিরাট প্ল্যান আমেরিকার

বাংলাহান্ট ডেস্ক : দক্ষিণ চিন সাগরে আধিপত্য বিস্তার নিয়ে চিনের সাথে ভিয়েতনাম, তাইওয়ান, ফিলিপিন্স, মালয়েশিয়ার বিরোধ সবার জানা। সাম্প্রতিককালে দক্ষিণ চিন সাগর নিয়ে বিরোধ উঠেছে চরমে। এবার এই দ্বন্দ্বে জড়িয়ে পড়ল যুক্তরাষ্ট্র। সম্প্রতি আমেরিকার পক্ষ থেকে একটি ত্রিপাক্ষিক সম্মেলন ডাকা হয় জাপান এবং ফিলিপিন্সের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক মজবুত করার লক্ষ্যে।

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এই বৈঠকে বলেন, ‘‘আমরা এক হয়ে দাঁড়ালে সবার জন্য একটি ভাল ভবিষ্যৎ গড়তে সক্ষম হব।’’ দক্ষিণ চিন সাগরের বিরোধ নিয়েও উদ্বেগ শোনা যায় বাইডেনের গলায়। আমেরিকার প্রেসিডেন্ট বলেন, ‘‘দক্ষিণ চিন সাগরে ফিলিপিন্সের বিমান, জাহাজ বা সশস্ত্র বাহিনীর উপর যদি কোনও আক্রমণ হয়, তবে আমাদের পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি অনুযায়ী সাহায্য করা হবে।’’

আরোও পড়ুন : ৮টি নতুন মেডিক্যাল কলেজের অনুমোদন কি পেয়েছে পশ্চিমবঙ্গ? NMC জানাল আসল সত্যিটা

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সাথে বৈঠকে আমেরিকার প্রেসিডেন্ট একাধিক বিষয়ে আলোচনা করেন। ইউক্রেনের পাশে দাঁড়ানো, প্রযুক্তিগত উন্নয়ন, মহাকাশ নিয়ে একত্রে কাজ করার মতো বিষয়গুলি উঠে আসে আলোচনায়। তবে এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হল উত্তর-পূর্ব এশিয়ার পরিস্থিতির সাপেক্ষে দু’দেশের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে পরস্পর সহযোগিতা বৃদ্ধি।

আরোও পড়ুন : কবে থেকে এক ট্রেনেই পৌঁছে যেতে পারবেন সিকিম? কাজের অগ্রগতি নিয়ে উঠে এল বড় আপডেট

বিশেষজ্ঞ মহলের মত, যদি আমেরিকা ও জাপানের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি হয় তাহলে স্বাভাবিকভাবেই চাপে পড়বে চিন। এদিকে, দক্ষিণ চিন সাগরে একাধিপত্য তৈরি করতে মড়িয়া চিন। জাপানের পাশাপাশি ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সাথে আমেরিকার প্রধানের বৈঠক এখন আলোচনার বিষয় অনেকের কাছে।

অনেকের ধারণা দক্ষিণ চিন সাগরে চিনের আধিপত্য কমাতে আমেরিকা সাহায্য করবে ফিলিপিন্সকে।চিনের সাথে জাপান এবং ফিলিপিন্সের আঞ্চলিক বিরোধ বহুদিনের। পূর্ব চিন সাগরের সেনকুকা দ্বীপপুঞ্জ নিয়ে আগে সমস্যা ছিল। ধীরে ধীরে সেই জটিলতা অগ্রসর হয়েছে দক্ষিণ চিন সাগরের মধ্যে আধিপত্য বিস্তারের দিকে।

1712927561 main

কিছুদিন আগেই দক্ষিণ চিন সাগরে ফিলিপিন্সের কয়েকটি জাহাজের উপর হামলার অভিযোগ উঠেছিল চিনের বিরুদ্ধে। দক্ষিণ চিন সাগর নিয়ে জাপানের কোনো সমস্যা না থাকলেও ভিয়েতনাম এবং ফিলিপিন্সকে জাপান জাহাজ এবং সামরিক সরঞ্জাম দিয়ে সহায়তা করে থাকে। এবার আমেরিকাও হাঁটতে চাইছে সেই পথে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর