বাংলা হান্ট ডেস্ক : দেশে এখন শুরু হয়েছে গণতন্ত্রের উৎসব অর্থাৎ লোকসভা নির্বাচন। আজ পঞ্চম দফায় লোকসভা নির্বাচন। আজ পঞ্চম দফার লোকসভা ভোটে সকাল থেকেই বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গিয়েছে। এবার শান্তনু ঠাকুরের বিরুদ্ধে নির্বাচনের নিয়ম ভাঙার অভিযোগ আনল তৃণমূল।
আজ তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে, গলায় বিজেপি লেখা উত্তরীয় পড়ে ঠাকুরনগরের বুথে ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন শান্তনু ঠাকুর। তৃণমূলের আরও অভিযোগ, শান্তনু ঠাকুর উত্তরীয় পড়ে ভোট দিতে গেলেও বুথের মধ্যে থাকা প্রিসাইডিং অফিসার তাকে কিছুই বলেননি। অবশ্য এই বিষয়ে ওইব বুথের প্রিসাইডিং অফিসার পরে জানান, ” মাথায় ব্যান্ডেজ থাকায় আমি ভেবেছি কোন অসুস্থ মানুষ ভোট দিতে এসেছে।
উনি বিজেপি প্রার্থী তা বুঝতে পারিনি।”
এরপরই তৃণমূলের তরফ থেকে নির্বাচনের নিয়ম ভঙ্গের অভিযোগ করা হয় শান্তনু ঠাকুরের বিরুদ্ধে।