রাম নবমী ‘দাঙ্গা করার দিন’! বোমা ফাটালেন মমতা, ভিডিও শেয়ার করে তুলোধনা অমিত মালব্যর!

বাংলা হান্ট ডেস্কঃ আগামী ১৭ এপ্রিল সারা দেশ জুড়ে পালিত হবে রাম নবমী (Ram Navami)। গত কয়েক বছরে বাংলার বুকেও রাম নবমীর মিছিল বেরোতে দেখা গিয়েছে। গত বছর কিছু কিছু জায়গায় আবার গণ্ডগোলের খবর সামনে এসেছিল। এবার এই দিনটি নিয়েই এক বিস্ফোরক মন্তব্য করে বসলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যা দেখার পর কার্যত ফুঁসে উঠেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য (Amit Malviya)।

সোমবার বিকেলে নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের একটি ছোট্ট ক্লিপ শেয়ার করেন বিজেপি (BJP) নেতা। সেখানে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যাচ্ছে, ‘আমি সংখ্যালঘু ভাইবোনদের বলব, যদি দেখেন স্লোগান দিচ্ছে…১৭ তারিখ, ওটা ওঁদের দাঙ্গা করার দিন। আমি মনে করি ওটা মানুষের সম্মানের দিন হোক, ঐক্যের দিন হোক। গালাগালি দিলেও মাথা ঠাণ্ডা করে আল্লার কাছে প্রার্থনা করবেন, ওঁদের বিদায় চাইবেন’।

তৃণমূল সুপ্রিমো ভাষণের ২২ সেকেন্ডের একটি ক্লিপ শেয়ার করে তাঁকে একহাত নিয়েছেন অমিত। বিজেপি নেতা লিখেছেন, ‘একটি সাম্প্রদায়িক মন্তব্যে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের দাঙ্গাবাজ বলছেন। কোচবিহারের একটি জনসভায় (১৭ এপ্রিলের দিন) উনি সংখ্যালঘুদের শান্ত থাকার পরামর্শ দিচ্ছেন’।

আরও পড়ুনঃ রাম নবমীর মিছিল হবেই! পুলিশ সামলাতে না পালে কেন্দ্রীয় বাহিনী আনতে হবে, বিরাট রায় হাই কোর্টের

এখানেই না থেমে গেরুয়া শিবিরের আইটি সেলের প্রধান লেখেন, ‘রাম নবমী, যে দিনটি গোটা বিশ্বের কোটি কোটি হিন্দু ভগবান রামের কাছে প্রার্থনা করেন, সেই দিনটিকে দাঙ্গা করার দিন নামে অভিহিত করা হচ্ছে। উনি এও বলছেন, যদি ‘ওঁরা’ অপব্যবহার করে, তাহলে আল্লাহর কাছে ‘ওঁদের’ বাংলা থেকে বের করে দেওয়ার প্রার্থনা করবেন’।

bjp leader amit malviya

অমিতের প্রশ্ন, ‘এই ‘ওঁরা’টা কারা যাঁদের বাংলার বাইরে বের করে দেওয়ার কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? বাঙালি হিন্দু? ওনারা কোথায় যাবেন? হিন্দু বাঙালির ভূমি হিসেবেই পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল। বাংলাকে ‘আমরা’ আর ‘ওঁরা’র মধ্যে ভাগ করার জন্য এবং হিন্দুদের দ্বিতীয় শ্রেণির নাগরিকদের পর্যায়ে নামিয়ে আনার জন্য মুখ্যমন্ত্রীর লজ্জা হওয়া উচিত’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর